ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯ টা থেকে পরদিন পর্যন্ত শহরের বিশাল অংশে জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভা জানিয়েছে টালা এবং পলতা জলপ্রকল্প জরুরি মেরামতের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মেরামত শেষে ১৫ ডিসেম্বর সকাল থেকে পুনরায় জল সরবরাহ চালু হবে।
নতুন বছরে শহরবাসীর জন্য বিশেষ উপহার, চালু হতে চলেছে কালীঘাটের স্কাইওয়াক
৪০ শতাংশ এলাকাতেও জল সরবরাহ বন্ধ থাকবে
শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেয়র জানান, ‘‘টালা এবং পলতার বেশ কিছু পাইপলাইন এবং যন্ত্রাংশ মেরামত করা জরুরি হয়ে পড়েছে। আগামী গ্রীষ্মে জল সরবরাহে সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’এই জল সরবরাহ বন্ধের কারণে উত্তর মধ্য এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা হবে। সল্টলেক পুরসভার প্রায় ৪০ শতাংশ এলাকাতেও জল সরবরাহ বন্ধ থাকবে।পুরসভা সূত্রে জানা গেছে এই মেরামত প্রক্রিয়ায় প্রায় ৫০ টি কাজ করা হবে। যার মধ্যে রয়েছে পাইপলাইনের ছিদ্র মেরামত চেক ভালভ এবং জলের চাপ নিয়ন্ত্রন ব্যবস্থা ঠিক করা। পলতা প্রকল্প থেকে প্রতিদিন গড় ২৪২ মিলিয়ন গ্যালন জল উৎপাদিত হয়। তবে টালা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ঠিক রাখতে প্রতিদিনই জল সরবরাহ কিছুটা কম রাখা হয়।
শহরের বাস চলাচলে শৃঙ্খলা আনতে নতুন নির্দেশিকা
এদিনের জল সরবরাহ বন্ধের ফলে কলকাতা পুরসভার প্রায় ৬৫ শতাংশ এলাকাতে আংশিকভাবে জল সংকট দেখা দিতে পারে। তাই নাগরিকদের আগেই প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।মেরামত শেষে শহরের জল সরবরাহ ব্যবস্থা আরও সুস্থ হবে বলে আশা করছে পুরসভা। জল সরবরাহ বন্ধ থাকলেও পুরসভা আশ্বাস দিয়েছে যে, ১৫ ডিসেম্বর সকাল থেকে ফের নির্বিঘ্নে জল সরবরাহ চালু হবে।