শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

 ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর : শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকায় এক প্রাথমিক বিদ্যালয়ের ঘর থেকে উদ্ধার হলো শিক্ষকের ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের নাম সৌরভ কুমার রায় (৩২)। তিনি আশিঘর ফাঁড়ি অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা এবং ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেফতার নিয়ে উত্তেজনাঃ মহম্মদ ইউনুস কি করছেন?

পরিবার অভিযোগ এই ঘটনাটি আত্মহত্যা নয়

মঙ্গলবার সকালবেলা সৌরভবাবু প্রতিদিনের মতো স্কুলে যান। কিন্তু এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুল কর্তৃপক্ষ জানায় তখন স্কুল ফাঁকা। পরে পুলিশে অভিযোগ জানানো হলে তার মোবাইল ট্র্যাক করে লোকেশন পাওয়া যায় নেপাল বর্ডারের কাছে মেচি নদী ও পানিট্যাংকি সংলগ্ন এলাকায়।এরপর বিকেলে স্কুল থেকে ফোন আসে যে একটি ঘর অন্ধকার অবস্থায় রয়েছে। সেখানে পৌঁছে স্থানীয়দের ভিড় দেখতে পান পরিবারের সদস্যরা। ঘরে ঢুকে শিক্ষকের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরিবার অভিযোগ করেন এটি আত্মহত্যা নয় বরং সৌরভবাবুকে খুন করা হয়েছে। তারা স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়দের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

কলকাতা পেল বিশ্বের অন্যতম বিজ্ঞানমনস্ক শহরের তকমা!

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠায়। স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছে বিষয়টি মিথ্যে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ও রহস্য ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর