ব্যুরো নিউজ ১৫ নভেম্বর :শুক্রবার সকালে শিয়ালদহ-বনগাঁ রুটে ট্রেন চলাচলে প্রবল বাধা সৃষ্টি হয়। অশোকনগর স্টেশনে যাত্রীদের বিক্ষোভের কারণে আপ ও ডাউন লাইনের সমস্ত ট্রেন থমকে যায়। সকাল ৭টা ৩০ মিনিটে ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর পৌঁছতেই যাত্রীরা রেলপথ অবরোধ করেন। এই প্রতিবাদ মূলত মাঝেরহাট লোকাল ট্রেনের অনিয়মিত চলাচলের কারণে। যাত্রীদের অভিযোগ, অনেক সময় এই ট্রেন মাঝেরহাট পর্যন্ত চলে না, কখনও বারাসাত বা কলকাতা স্টেশন পর্যন্ত চলে গিয়ে থেমে যায়। এর ফলে যাত্রীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
৩০ বছর বয়সী যুবককে উপর হামলা চালায় পোষ্য পিটবুল!
একের পর এক ট্রেন দাঁড়িয়ে
সঞ্জয় রায়ের অস্বাভাবিক আচরণঃ আদালতে ফ্লাইং কিস ছুঁড়ে নতুন চর্চা
এই সমস্যার কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ বেড়ে গিয়েছিল। সেই ক্ষোভ আজ অবরোধে রূপ নিয়েছে। যাত্রীরা দাবি করছেন, মাঝেরহাটে চলাচলকারী সকল ট্রেনই অনিয়মিতভাবে চলাচল করে। যা তাদের দৈনন্দিন যাত্রায় সমস্যা সৃষ্টি করছে। এই অবরোধের ফলে শিয়ালদহ-বনগাঁ রুটের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, যার প্রভাব পড়ে অফিস কর্মী, বাজারের বিক্রেতা, স্কুলপড়ুয়া সহ বহু যাত্রীর ওপর। এর আগে, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখার ফুলেশ্বর স্টেশনে এ ধরনের একটি বিক্ষোভের পরও ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছিল। যাত্রীদের অভিযোগ, প্রতিদিন ট্রেনের দেরি হওয়া এক ধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা বিশেষ করে অফিস টাইমে যাত্রীদের জন্য বড় বিপদ হয়ে ওঠে।
মেদিনীপুরে ভোটের পর মুড়ি চানাচুরঃ তৃণমূলের নতুন কৌশল, বিরোধীদের দাবি ভোট প্রভাবিত করার চেষ্টা
শিয়ালদহ ডিভিশনের এই রুটে ব্যাপক পরিমাণ যাত্রী চলাচল করে। যার মধ্যে কলকাতা এবং দুই ২৪ পরগনা জেলার বাসিন্দা রয়েছেন। যেহেতু লোকাল ট্রেন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম একে কেন্দ্র করে যাত্রীদের নানা সমস্যা সামনে আসছে।