সঞ্জয় রায়ের অস্বাভাবিক আচরণ

ব্যুরো নিউজ,১৪ নভেম্বর:গত কয়েকদিন ধরেই শিয়ালদা আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর, সিবিআইয়ের হেফাজতে নেওয়া হয়েছিল সঞ্জয় রায়কে। সঞ্জয় শুরু থেকেই দাবি করে আসছিলেন যে তিনি নির্দোষ।গত কয়েকদিনে আদালতে যাওয়ার সময় সঞ্জয় কিছু অস্বাভাবিক আচরণ করেছেন, যা নিয়ে বেশ চর্চা চলছে।

মেদিনীপুরে ভোটের পর মুড়ি চানাচুরঃ তৃণমূলের নতুন কৌশল, বিরোধীদের দাবি ভোট প্রভাবিত করার চেষ্টা

নানা ধরনের প্রশ্ন


এবারের ঘটনায়, শিয়ালদা আদালতে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় রায় প্রিজন ভ্যানের জানালা দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে দেন। সঞ্জয়ের এই আচরণকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। এতদিন তিনি প্রিজন ভ্যানের ভেতর থেকে চিৎকার করে বলতেন, ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে,’ কিন্তু এবার তার আচরণে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। আদালত থেকে ফেরার সময় তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। কেউ কেউ বলছেন, সঞ্জয় আসলে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেটি দেখে ফ্লাইং কিসের মতো মনে হয়েছে।এদিকে, সঞ্জয়ের আচরণের পর আদালত কর্তৃপক্ষ তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সহ আদালতে নিয়ে আসে। এবার তাকে কালো কাচের গাড়িতে করে আনা হয়েছিল সঞ্জয়ের অতিরিক্ত নিরাপত্তার জন্য। এর ফলে, সংবাদমাধ্যম বা সাধারণ মানুষও সঠিকভাবে বুঝতে পারেননি কোন গাড়িতে সঞ্জয় রয়েছেন। তবে তার এমন আচরণের মাধ্যমে বিচারপ্রক্রিয়া ও পুলিশের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠে এসেছে।

মেদিনীপুরে তৃণমূলের ঘরোয়া দ্বন্দ্বঃ ভোট কেন্দ্রেই শুরু হল গন্ডগোল, মারপিট ও উত্তেজনা

এর আগে সঞ্জয় বার বার দাবি করছিলেন যে তিনি নির্দোষ, এবং তার বিরুদ্ধে পুলিশ ষড়যন্ত্র করছে। তিনি কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের নামও উল্লেখ করেছিলেন। তবে এবার, তার আচরণ আরও কৌতূহল সৃষ্টি করেছে।প্রথমে প্রিজন ভ্যানে চিৎকার করা, তারপর আদালতে ফ্লাইং কিস ছুঁড়ে দেওয়া — এই সমস্ত ঘটনা সঞ্জয়ের বিচারপ্রক্রিয়ার প্রতি তার মনোভাব ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর