শুভেন্দুর নতুন পোর্টাল চালু

ব্যুরো নিউজ,১৩ নভেম্বর:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে শিক্ষিত বেকারদের জন্য নতুন একটি পোর্টাল চালু করার পরিকল্পনা করেছেন। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের তরুণ প্রজন্ম সব ধরনের চাকরির জন্য নাম নথিভুক্ত করতে পারবে, যাতে তারা চাকরির সুযোগ পায়। শুভেন্দু মঙ্গলবার হাওড়ার মন্দিরতলায় গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের ধর্না-মঞ্চে গিয়ে এই উদ্যোগের কথা জানান এবং এই প্রক্রিয়ায় পরবর্তীতে নবান্ন অভিযানের পরিকল্পনারও ইঙ্গিত দেন।

মহাকাশে ১৫০ দিন পার সুনীতা উইলিয়ামসের, শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ

নবান্ন অভিযানের পরিকল্পনা

এই অভিযানে দলীয় পতাকা ছাড়াই নেতৃত্ব দেওয়ার কথা বলছেন তিনি।এই কর্মসূচী কর্মী মহলের অনেকেই আগ্রহের সঙ্গে গ্রহণ করেছেন।শুভেন্দু এই পোর্টাল চালু করার মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের চাকরি পাওয়ার সুযোগ সহজ করতে চান। তার মতে, রাজ্যে চলমান ওবিসি (অনগ্রসর শ্রেণি) জটিলতা কাটলে চাকরির সুযোগ আরো বাড়বে। পাশাপাশি, তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির জন্য ওবিসি সম্প্রদায়কে একত্রিত করেছেন, কিন্তু ওবিসি কমিশনের অনুমোদন নেননি। এর ফলে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

সিআইএসএফ-এর ইতিহাসে নতুন অধ্যায়ঃ প্রথমবারের মতো তৈরি হবে ‘অল-ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন’

এই উদ্যোগের পরবর্তী ধাপে নবান্ন অভিযানের পরিকল্পনা রয়েছে।সেখানে শুভেন্দু নেতৃত্ব দেবেন। তিনি জানান, এই অভিযানে দলের কোনো পতাকা থাকবে না, এবং এটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত থাকবে। কৌস্তভ বাগচী এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।শুভেন্দু অধিকারী ছাড়াও, ওই ধর্না-মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং কংগ্রেস নেতা কৃষ্ণা দেবনাথ, আশুতোষ চট্টোপাধ্যায়, সুমনরায় চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দ। এদিন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার তৃণমূল সরকারের সমালোচনা করে বলেন, নবান্নে জমিদারেরা বসে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর