অ্যাপল এখন ক্রমশই চিন থেকে সরে ভারতে আইফোন উৎপাদনে মনোযোগী হচ্ছে। যা ভারতের রাজস্ব বৃদ্ধিতেও অবদান রাখবে। ২০২৬-২৭ অর্থবর্ষে আইফোন উৎপাদনের প্রায় ৩২ শতাংশ ভারতে হবে এবং উৎপাদনের খরচের প্রায় ২৬ শতাংশ ভারতে ব্যয় হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপলের বৈশ্বিক উৎপাদন মূল্য ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে, যা ২০২৩-২৪-এর ১৪ বিলিয়ন থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি।
ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া টাকার প্রতারণায় গ্রেফতার আরও চার জন
উৎপাদন ব্যয়ও বৃদ্ধি
মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরিঃ বিজেপির মঞ্চে বড় অস্বস্তি!
ভারতে আইফোন উৎপাদন প্রথম শুরু হয় ২০১৭ সালে, আর এবার ভারতে আইফোন ১৬ প্রো সিরিজের অ্যাসেম্বলও শুরু হয়েছে। এই পদক্ষেপের ফলে ভারত অ্যাপলের উৎপাদন পরিকল্পনায় মূল স্থান পাচ্ছে এবং ২০২৩-২৪ সালে ভারতে উৎপাদিত আইফোনের পরিমাণ ছিল মোট উৎপাদনের ১২-১৪ শতাংশ। যা ২০২৬-২৭ সালে বেড়ে ৩২ শতাংশে পৌঁছতে পারে। ভারতের জন্য উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পেয়ে ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে চলেছে।
ফের ট্রেন দেরি! অফিস টাইমে ফুলেশ্বরে নিত্যযাত্রীদের বিক্ষোভে অবরোধ
অ্যাপলের এই সিদ্ধান্তের পিছনে চিন থেকে আমদানিকৃত আইফোনের উপর সম্ভাব্য শুল্ক বৃদ্ধির বিষয়টিও কারণ হিসেবে কাজ করছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায়, বাজারে জল্পনা বাড়ছে যে চিন থেকে আমদানিকৃত মোবাইলে শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে আমেরিকায় এই শুল্কের হার ১৫ শতাংশ, তবে ট্রাম্পের প্রশাসন এই শুল্ক বাড়ালে অ্যাপল সম্ভবত ভারতের উপর আরও নির্ভরশীল হবে।