অ্যাবাকাস প্রতিযোগিতায়

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে ১০ নভেম্বর আয়োজিত হল SIP Abacus International Prodigy প্রতিযোগিতা। অ্যাবাকাস শিক্ষার প্রসারে SIP Abacus দীর্ঘদিন ধরেই একটি পরিচিত নাম। এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১১টি দেশের ৬ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা, যারা গাণিতিক দক্ষতা প্রদর্শনে একত্রিত হয়েছিল।

ফের ট্রেন দেরি! অফিস টাইমে ফুলেশ্বরে নিত্যযাত্রীদের বিক্ষোভে অবরোধ

চ্যালেঞ্জ ছিল ১১ মিনিটে ৩০০টি অঙ্ক করা

শ্রীলঙ্কা, দুবাই, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, বাহরিন, তাঞ্জানিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, নিউজার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র ও নেপাল থেকে আসা প্রতিযোগীরা অংশ নেয় এই আন্তর্জাতিক আয়োজনে। তাদের চ্যালেঞ্জ ছিল ১১ মিনিটে ৩০০টি গাণিতিক সমস্যার সমাধান করা। প্রতিটি শিশু তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে সফল হওয়ার জন্য, যা তাদের নিষ্ঠা ও অনুশীলনের প্রতিফলন।এই প্রতিযোগিতার বিশেষ অতিথি ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ডিরেক্টর ইন চার্জ ডঃ শৈবাল চট্টোপাধ্যায়। তিনি প্রাথমিক স্তরে শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং বলেন, শিক্ষাব্যবস্থার সঠিক দিশা শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক হতে পারে।

বড়পর্দায় চমক দিতিপ্রিয়ার, তিনটি নতুন ছবিতে আসছে তার!

SIP Abacus International Prodigy এবার ২১তম বর্ষে পা দিল। উল্লেখযোগ্যভাবে, প্রতিযোগিতাটি ইতিমধ্যে ৪ বার লিমকা বুক অব রেকর্ডসে স্থান পেয়েছে। এই মেলা প্রাঙ্গণে প্রায় ২০ হাজার মানুষ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর