বড়পর্দায় চমক দিতিপ্রিয়ার

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর : বাংলা টেলিভিশনের প্রিয় মুখ দিতিপ্রিয়া রায় বড়পর্দায় বড়সড় চমক নিয়ে হাজির। জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ একসঙ্গে ১৮টি আসন্ন ছবির ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে দিতিপ্রিয়ার তিনটি ছবি— ডিয়ার ডি, অন্নপূর্ণা এবং যদি এমন হতো। দীর্ঘদিন বড়পর্দায় তেমন সাফল্য না পেলেও এবার একসঙ্গে তিনটি নতুন চরিত্রে ধরা দেবেন তিনি, যা তার ভক্তদের জন্য বিশাল সারপ্রাইজ।

কার্তিক মাসে রাস পূর্ণিমার মহিমা, দেব সেনাপতি কার্তিক ও শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে উঠবে বাংলা

 নতুন ছবির রিভিউ

ডিয়ার ডি ছবিতে দিতিপ্রিয়া অভিনয় করছেন একজন তরুণী মায়ের চরিত্রে, যিনি তার মা (শ্রাবন্তী চট্টোপাধ্যায়) সঙ্গে সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়েন। মোশন পোস্টারে সবুজ ওয়ানপিসে বেবি বাম্পসহ তার নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ছবির নায়ক হিসেবে থাকছেন বাংলা-হিন্দি টিভির পরিচিত মুখ ক্রুশল আহুজা, যিনি এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন। পোস্টারের ব্যাকগ্রাউন্ডে লগ্নজিতার গাওয়া গানের লাইন—‘করেছি ভুল, তবু করেছো ক্ষমা’ ছবির গল্পের ইঙ্গিত দিয়েছে। এছাড়াও দিতিপ্রিয়াকে দেখা যাবে অন্নপূর্ণাযদি এমন হতো ছবিতে। অন্নপূর্ণা ছবিটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এখানে দিতিপ্রিয়া লন্ডনে কর্মরত এক মেয়ে, যিনি তার মায়ের (অনন্যা চট্টোপাধ্যায়) সঙ্গে নতুন জীবন শুরুর জন্য বিদেশে পাড়ি দেন। ছবির গল্পে কর্মব্যস্ত মেয়ের জীবনে একাকীত্বে ভুগতে থাকা মা খুঁজে পান এক অসমবয়সী বন্ধু, যার চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু।

৩১টি বিধানসভা আসনে উপ-নির্বাচনঃ বিরোধীদের জন্য বড় পরীক্ষা

যদি এমন হতো ছবির গল্পটি ত্রিকোণ প্রেমের জটিলতায় আবর্তিত। এখানে দিতিপ্রিয়া বিয়ের পর জীবনে আসা দ্বিতীয় প্রেমের টানাপোড়েনের মাধ্যমে এক নতুন রূপে ধরা দেবেন। ছবিতে তার সঙ্গে রয়েছেন ঋষভ বসু ও শন বন্দ্যোপাধ্যায়। দিতিপ্রিয়া জানিয়েছেন, এই ছবিতে তার চরিত্রটি একদম অন্যরকম।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর