রতন টাটা

 ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : টাটা সাম্রাজ্যের দায়িত্ব সফলভাবে সামলেছিলেন রতন টাটা। শুধু শিল্পমহলে নয়, তার স্নেহশীল ও সৎ ব্যক্তিত্ব তাকে সকলের কাছেই প্রিয় করে তুলেছিল। এই কিংবদন্তি মানুষটি এমনকি একবার অমিতাভ বচ্চনের কাছেও ধার চেয়েছিলেন! সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে সেই গল্পটি জানান বিগ বি।

শ্যামবাজারে আর জি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের প্রতীকী মূর্তি উধাও

অর্থ ধার করতে হয় রতন টাটাকে

একবার অমিতাভ ও রতন টাটা লন্ডন যাত্রায় একই বিমানে ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছে টাটা দেখেন, তার গাড়ি আসেনি। ফোন করার প্রয়োজন হলেও, মজার ব্যাপার হলো, তখন ফোন করার মতো অর্থও তার কাছে ছিল না। তাই অমিতাভের কাছ থেকে সামান্য অর্থ ধার করতে হয় তাকে। এই সাধারণতা দেখে চমকে যান অমিতাভ। তিনি বলেন, “রতন টাটার মতো ভদ্রলোক সচারচর দেখা যায় না।”রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর, মুম্বইয়ের একটি পার্সি পরিবারে। মাত্র ১০ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ তাকে স্পর্শ করে, তবে নিজের এক ভাই ও সৎ ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠেন তিনি। বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে সাতের দশকে টাটা গ্রুপে ম্যানেজার হিসেবে যোগ দেন। ১৯৯১ সালে জেআরডি টাটা তাকে টাটা সন্সের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন। প্রথমদিকে অন্দরমহলে আপত্তি থাকলেও, সময়ের সঙ্গে রতন টাটা টাটা গ্রুপকে এমনভাবে এগিয়ে নিয়ে যান যে, আয় ও লাভ ৪০-৫০ গুণ বৃদ্ধি পায়।

দীপাবলির আগে কি পড়বে ঠান্ডা?ঠিক কতটা ঠান্ডা পড়বে জানালেন আইএমডি 

তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০০ সালে ‘পদ্মভূষণ’ এবং ২০০৮ সালে ‘পদ্ম বিভূষণ’ সম্মানে ভূষিত হন। দেশ-বিদেশের বিভিন্ন সম্মানে সমৃদ্ধ রতন টাটার জীবনের এমন সরলতা ও মানবিকতা তাকে সত্যিই অনন্য করে তুলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর