অগ্নিকাণ্ড

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :আজ ভোরবেলা কলকাতার আনোয়ার শাহ রোডের এক বস্তিতে হঠাৎ করেই আগুন লাগে। জানা গিয়েছে, একটি স্কুটির ব্যাটারি বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সকাল সাড়ে পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। বস্তির বেশ কয়েকটি ঘর মুহূর্তে আগুনের কবলে পড়ে। যার মধ্যে অন্তত ৬ থেকে ৭টি বাড়ি পুড়ে যায়। তবে দমকলের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও এখনও কিছু পকেট ফায়ার রয়েছে, যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যুএক বৃদ্ধের

দমকল ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

আহমেদাবাদে কারখানায় বিষাক্ত গ্যাস লিক,প্রাণ হারালেন ২ শ্রমিক

এই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন রানা নস্কর নামে এক যুবক। বিস্ফোরণের সময় রানা তার ঘরে আটকা পড়েন কারণ বাইরে থেকে ঘরটি তালাবন্ধ ছিল। রানার মা ভোরবেলায় বাইরে বেরিয়েছিলেন আর সেই সময় ঘরে আগুন লাগে। স্থানীয়রা আহত যুবককে দ্রুত এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যান।

বাবার মৃত্যুর পর এনসিপিতে যোগ দিলেন জিসান সিদ্দিকীঃ বান্দ্রা পূর্ব কেন্দ্রে নতুন লড়াই

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দারা দমকল ও পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ দমকলকে বহুবার ফোন করা সত্ত্বেও দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছে তারা। অন্তত ১০ বার ফোন করার পর প্রায় এক ঘণ্টা বাদে দমকল এসে পৌঁছায়। স্থানীয়দের মতে, দমকল সময়মতো এলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ত না। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। বাসিন্দারা প্রথমে গল্ফগ্রিন থানায় খবর দেন, তবে সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। পরে লেক থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই অগ্নিকাণ্ডে বস্তির বাসিন্দাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর