ব্যুরো নিউজ,২৫ অক্টোবর:আবার জঙ্গি হামলা হলো কাশ্মীরে।কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল গুলমার্গের বোটা পাথরি গ্রামে একটি রিসোর্ট এর কাছে এক সেনা কনভয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। জঙ্গি হামলায় দুই সেনা নিহত হয়েছেন এবং তিনজন সেনা যখম হয়েছেন। পুলিশ জানিয়েছে জঙ্গিদের কাছে প্রচুর অস্ত্র ছিল। জঙ্গিরা অতর্কিতে ১৮ রাষ্ট্রীয় রাইফেলস এর গাড়িতে হামলা চালায় ।পাল্টা নিশানা করে জোয়ানরা হামলা চালায় জঙ্গিদের ওপর।
ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটের মধ্যেও উপনির্বাচনের প্রস্তুতিঃ কড়া নজর নিরাপত্তার ওপর
আহতদের দ্রুত আরোগ্য কামনা
যে তিনজন সেনা যখম হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক। জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। জঙ্গি হামলা যে এলাকায় ঘটেছে সেটা সেই জায়গাটি নিয়ন্ত্রণ রেখার খুব কাছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে সন্ধ্যার দিকে সেনার গাড়িগুলি আফরাওয়াত রেঞ্জের নাগিন ছাউনির দিকে যাচ্ছিল। সেই সময়ে হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে কিছুদিন আগে গ্রীষ্মকালে নাকি কিছু জঙ্গি অনুপ্রবেশ ঘটেছিল এই অঞ্চলে তারা পাহাড়ের কোন দুর্গম জায়গায় গা ঢাকা দিয়েছিল। সম্প্রতি পর্যটনের জন্য বোটা পাথরি গ্রাম খুলে দেওয়া হয় এবং সেই পরিস্থিতির সুযোগ নিয়ে হামলা চালায় জঙ্গিরা।
আধার কার্ড বয়সের প্রমাণ নয়ঃ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়
জম্মু-কাশ্মীরে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন ‘উত্তর কাশ্মীরের বোটা পাথরি গ্রামে সেনার গাড়িতে জঙ্গি হামলার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। সাম্প্রতিককালে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়িয়েছে। আমি তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’