ডানা

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর :ঘূর্ণিঝড় ডানা ক্রমশ ধেয়ে আসছে। উড়িষ্যা বাংলা উপকূলে বৃহস্পতিবার রাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আর এর কারণে প্রায় দেড়শোরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা ডিভিশনে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে  ২৪ শে অক্টোবর অর্থাৎ(বৃহস্পতিবার) রাত আটটা থেকে পরের দিন (শুক্রবার) সকাল ১০ টা পর্যন্ত মোট ১৬০টি ট্রেন বাতিল করা হবে।

জুনিয়র ডাক্তারদের দাবিঃ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

রেলের সময়সূচি জেনে নিন

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে ২৪ অক্টোবর ওড়িশা এবং বাংলা উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাবে। মৌসম ভবন জানিয়েছে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে ১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিয়ালদা ডিভিশনের ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

ঘূর্ণিঝড় ডানার প্রভাব কাটাতে প্রস্তুতি নিচ্ছে বিমানসংস্থা

শিয়ালদা দক্ষিণ শাখায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এছাড়া, শিয়ালদা হাসনাবাদ শাখাতেও একই সময়সীমায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। রেলের তরফ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। তারা যেন রেলের সময়সূচি দেখেই যাত্রা সিদ্ধান্ত নেন।

এদিকে, রাজ্য সরকারও ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য ও জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। যাতে এই কঠিন পরিস্থিতিতে সবাই নিরাপদে থাকতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর