vandebharat-express-targeted-jharkhand

ব্যুরো নিউজ,১৫ অক্টোবর:ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত এক্সপ্রেস। ঝাড়খণ্ডে টাটানগর-বহরমপুর বন্দে ভারত ট্রেনের ওপর শনিবার বিকেল পাঁচটের দিকে পাথর ছোড়া  হয়েছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপোসি স্টেশনের কাছে। এই হামলার ফলে ট্রেনের সি ৩ কোচের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  এর আগেও, ১৮ সেপ্টেম্বর ট্রেনের উপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। ৩ অক্টোবর টাটানগর-পাটনা বন্দে ভারত ট্রেনে কোডারমার কাছে পাথর নিক্ষেপের ফলে সি-২ ও সি-৫ কামরার কাচ ভেঙে যায়।

ন্যানো গাড়ির পিছনের গল্প রতন টাটার

ভিড় কি বাড়বে?

গয়ার কাছে পাটনা-টাটা বন্দে ভারত এক্সপ্রেসেও একই ঘটনা ঘটে। এর পাশাপাশি, রাঁচি-হাওড়া ও রৌরকেল্লা-পুরী বন্দে ভারত ট্রেনেও দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল। উল্লেখ্য, বিভিন্ন মহলের মতে, রাজধানী, জনশতাব্দী, দক্ষিণ বিহার, গীতাঞ্জলি এবং আমেদাবাদসহ টাটানগর দিয়ে যাওয়ার আরও অনেক ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তবে ভাল খবর হলো, বন্দে ভারত ট্রেনের কোচের কাঁচ উচ্চমানের হওয়ায়, যাত্রীরা কেউ আহত হননি । দুর্গাপুজোর আগে টাটানগর-বেরহামপুর বন্দে ভারত ট্রেনের ৫৯০ কিলোমিটার সফরের মধ্যে আট কোচের আসনগুলোর অনেকেই খালি থাকছে।

ভারত পুনর্নবীকরণযোগ্য শক্তিতে নতুন মাইলফলক স্পর্শ

অন্যদিকে ওড়িশা রুটের পুরুষোত্তম, নীলাচল, উৎকল, রাজধানী এবং সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের যাত্রীরা নিশ্চিত টিকিট পেতে হিমশিম খাচ্ছেন।দক্ষিণ-পূর্ব রেলওয়ে ফ্যানস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজলি-বালেশ্বর হয়ে একই সময়ে টাটানগর-বেরহামপুর বন্দে ভারত চালালে রাঁচি, পাটনা ও রৌরকেল্লার মতো ভিড় বাড়বে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর