gold jewellery

ব্যুরো নিউজ,১৫ আগস্ট: সোনার দাম দিন দিন হু হু করে বেড়েই চলেছে। আজ ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে ও গত তিন দিনের ট্রেন্ড ধরে রেখে আজও বাড়লো সোনার দাম। তার সাথে রুপো ও দাম বৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই। রুপোর দামও আজ বেড়েছে।

অলিম্পিকের দুই পদক জয়ীর কি আবদার শাহরুখ এবং অমিতাভের কাছে?

আজ কলকাতায় সোনা এবং রুপোর দাম কত?

আজ কলকাতায় টিসিএস এবং জিএসটি বাদ দিয়ে সোনার দাম দেখা যাক। হলমার্ক সোনা ২২ ক্যারেট (৯১৬ পিউরিটি) প্রতি ১০ গ্রামের দাম ৬৭৬৫০ টাকা। খুচরো পাকা সোনা ২৪ ক্যারেট (৯৯৫০/১০ গ্রাম) প্রতি ১০ গ্রামের দাম ৭১২০০ টাকা। আজ কলকাতায় জি এস টি  টিসিএস বাদ দিয়ে হলমার্ক গয়না সোনার দাম গত ১৩ই আগস্ট প্রতি ১০ গ্রামে দাম বেড়েছিল ১৫০ টাকা। এবং ১৪ই আগস্ট হলমার্ক গয়না সোনার দাম ১০ গ্রামে দাম বেড়েছিল ৫৫০ টাকা। আজ ১৫ ই আগস্ট প্রতি ১০ গ্রামে হলমার্ক গয়না সোনার দাম বেড়েছে ২০০ টাকা।

চুল পড়া বেড়েছে? খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি

আজ কলকাতায় জিএসটি এবং টিসিএস  বাদে রুপোর দাম এক কেজিতে ৮১৪০০ টাকা। অর্থাৎ প্রতি এক কেজিতে রুপোর দাম বেড়েছে ৩০০ টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর