ব্যুরো নিউজ,১৪ আগস্ট:শিক্ষা ব্যবস্থাকে কুড়ি বছর পিছিয়ে দেওয়ার অভিযোগ করলো ইডি মানিক ভট্টাচার্য্যের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতির শুভ্রা ঘোষের এজলাসে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলেন যে, মানিক আজ কাঁদছে আর সে যেসব কেলেঙ্কারি করেছে তার জন্য বহু মানুষের ক্ষতি হয়েছে। আর তার জন্যই রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও কুড়ি বছর পিছিয়ে গিয়েছে। এই কেলেঙ্কারিতে যুক্ত আছে ক্যান্সারের মতো শিক্ষা ব্যবস্থা। সোমবার আদালতে প্রশ্ন করতে গিয়ে নিজেই কেঁদে ফেলেছিলেন শিক্ষা দুর্নীতি মামলার প্রাথমিক শিক্ষা পর্যায়ের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
RG Kar Case:”রাত দখলে মহিলারা”কে বা কারা প্রথম এই ডাক দিলো?নেপথ্যে কোন ইতিহাস?
বিস্ফোরক তথ্য ইডির আইনজীবী
RG Kar বেকায়দায় তৃণমূল!দলের অন্দরেই উঠছে প্রতিবাদের ঝড়
ইডির আইনজীবী ফিরোজ সেইদিন দাবি করে বলেন যে, উত্তর বঙ্গ এডুকেশন সোসাইটি অফ ট্রাস্ট নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। পঞ্চাশ হাজার টাকা আদায় করা হয়েছিল প্রতিটি কলেজ থেকে। এছাড়াও মাথা পিছু ৫০০০ টাকাও নেওয়া হয়েছিল ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার নাম করে। এইভাবেই সেখান থেকে ২ কোটি ৬৪ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। আর এই টাকা মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়ের নামে এক মৃত ব্যক্তির ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। ২০১৯ সালে মানিকের স্ত্রীকে কেওয়াইসি জমা দিতে দেখা যায় এই একাউন্টে। সেক্ষেত্রে মানিককে ধরা হলে সে পাল্টা দাবি করেন যে, এইসব অভিযোগ তার বিরুদ্ধে সাজানো হয়েছে এবং সেটা মিথ্যা।এ দিন বিচারপতি ঘোষণা করে জানান যে, মামলার পরবর্তী শুনানি হবে ২৩ শে আগস্ট। তার আগে আজ, ইডি বিশেষ আদালতে নিজের আইনজীবীর সঙ্গে মামলার বিষয়ে কথা বলতে পারবেন মানিক।