Raj Bhawan OATH ISSUE

ব্যুরো নিউজ, ৫ জুলাই : নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমশই জটিল হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে রাজভবনে এসে শপথ নিতে হবে। কিন্তু তাঁরা সেটা মানতে রাজি ছিলেন না। তাদের দাবি ছিল বিধানসভাতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। অবশেষে বৃহস্পতিবার রাতে এই শপথ জট কাটল। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজভবনের তরফে জানানো হয়েছে, নব নির্বাচিত দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হচ্ছে।

কবে জম্মু ও কাশ্মীরে নির্বাচন?

ঋষির বিদায়! ব্রিটেনের মসনদে লেবার পার্টি

প্রাথমিক ওএমআর দুর্নীতিতে বিরাট ‘পাওয়ার’ পেল CBI! বড় নির্দেশ বিচারপতি মান্থার

ভাতা বাড়ল ৫ লক্ষ টাকা! আশা-আইসিডিএস কর্মী-সহ বহু চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি

এবার কি তবে কাটলো শপথ জট?

BJP Helpline

যদিও এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ রাজভবনের তরফে চিঠি পাওয়ার পর উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমার পক্ষে দায়িত্ব নেওয়া উচিত নয়। কারণ অধ‌্যক্ষ কলকাতায় রয়েছেন। রাজ‌্যপালের কথা শুনে আমি শপথ পড়ালে অধ‌্যক্ষকে অসম্মান করা হবে। এটা কাম‌্য নয়।’ তবে উপাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেওয়া নতুন ঘটনা নয়। এর আগে বিধানসভা উপনির্বাচনে বালিগঞ্জ থেকে জয়ী তৃণমূলের বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব উপাধ্যক্ষের উপর পড়েছিল। সেই সময় রাজ্যপাল জগদীপ ধনকড় ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর ভার দিয়েছিলেন। এখন দেখার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের ক্ষেত্রে বিষয়টা কোন দিকে গড়ায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর