ব্যুরো নিউজ, ১৪ জুন: নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মারধরের ঘটনায় কার্যত ‘চাপে’ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। অভিযোগ, পাল্টা অভিযোগে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যেও এনেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তাতেও ‘কোন ঠাঁসা’ তৃণমূল বিধায়ক। এমনকি সহকর্মী দেবও এই ঘটনায় পাশে না থাকার কথাই বলেছেন। এসবের মাঝেই গত ১২ জুন আদালতের দারস্ত হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আর তাতে আরও ‘চাপে’ বিধায়ক সোহম চক্রবর্তী।
বিশ্বজিত দাস নয়, বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের ভরসা ‘মমতার মেয়ে’!
গতকাল সকাল ১০ টায় বারাসাত আদালতে আগাম জামিনের আর্জি জানান অভিনেতা। তাঁকে দীর্ঘক্ষণ পিপির ঘরে বসে থাকতেও দেখা যায়। এবার তা নিয়ে জোর বিতর্ক। জামিন নিতে গিয়ে সরকারি আইনজীবীর ঘরে কেন দীর্ঘক্ষণ বসে রইলেন তিনি?
গত বুধবার সোহম চক্রবর্তীর বিরুদ্ধে হাইকোর্টের দারস্ত হয় নিউটাউনের রেস্তোরাঁ কর্তৃপক্ষ। আর সেই মামলায় বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে তিনি। এমনকি আগাম জামিনের আর্জিও জানানো হয়। এমনকি জামিনও পান তিনি। তার পরেই তাঁকে ঘিরে জোর বিতর্ক। সেদিন আদালতে গেলেও আদালত কক্ষে না বসে সোহম চক্রবর্তীকে সরকারি আইনজীবীর জন্য নির্দিষ্ট ঘরে বসে থাকতেও দেখা যায়। শুধু তাই নয়, জামিন পাওয়ার আগেই তিনি আদালত চত্বর ছেড়ে বেরিয়ে যান বলেও অভিযোগ ওঠে।