ব্যুরো নিউজ, ৯ জুন : ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত। এবার ভোট পরবর্তী হিংসার শিকার ABVP র কর্মীর। দুর্গাপুরে এবিভিপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। হামলার জেরে এবিভিপি-র কয়েকজন সদস্য আক্রান্ত হয়েছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছে। টাউনশিপ থানায় অভিযোগও দায়ের হয়েছে।
দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কোন মন্ত্রক পাবেন তিনি?
হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে
শনিবার বিকেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির কাছে একটি দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় আচমকা তৃণমূল ছাত্র পরিষদের দুষ্কৃতীরা বাইকে চেপে এসে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে এবিভিপি-র কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাদের বেধড়ক মারধর করে। এমনকী চলে যাওয়ার সময় পর জয় বাংলা ও খেলা হবে স্লোগান দেয় বলেও অভিযোগ। হামলার জেরে বেশ কয়েকজন এবিভিপি-র কর্মী জখম হন।
অন্যদিকে থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের নামটা তুলে নিতে বলেও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীদের অভিযোগ। প্রশ্ন উঠছে নির্বাচন মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা মিটবে কবে?