sudip banerjee

ব্যুরো নিউজ, ৮ জুন : লোকসভা নির্বাচন মিটে গেছে, ফলও প্রকাশ পেয়েছে। কিন্তু এই নির্বাচনের ফলকে কেন্দ্র করে কেউ দলের প্রতি উষ্মাপ্রকাশ করছেন, কেউ আবার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন। ঠিক যেমনটা করেছেন কলকাতার ২০ নাম্বার ওয়ার্ডের পুরনিগমের কাউন্সিলর বিজয় উপাধ্যায়। মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায়কে চিঠি লিখে পদত্যাগের কথা জানান। মেয়র তার পদত্যাগ গ্রহণ করবেন বলেই আশা করছেন বিজয় উপাধ্যায়।

কেন্দ্রে সরকার গঠন করছেন মোদী, জোয়ার শেয়ার বাজারে

অভিমানের মেয়রের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ কাউন্সিলরের

কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? কারণ বিজয় উপাধ্যায়ের ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব বেশি ভোটে লিড পাননি। বিরোধী প্রার্থী তাপস রায়ের থেকে মাত্র ২৬০টি ভোট বেশি পেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেই জায়গা থেকে অভিমান করে কাউন্সিলরের পদ থেকে সরে দাঁড়াতে চাইছেন বিজয় উপাধ্যায়।

হুগলীতে কি চলছে? জয়ের পরেও একের পর এক পদত্যাগ তৃণমূলীদের! এর পেছনে কি অসিত মজুমদার?

BJP Helpline

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাত জোড় করে নিজে আবেদন করলাম ভোটারদের কাছে। বললাম আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। কিন্তু মাত্রা ২৬০ ভোটের লিজ হল। ভোটারদের জন্যই অভিমান হয়েছে। তারা আমার কথা রাখেনি।’ তার এই মন্তব্যের পর বলা যেতেই পারে কার্যত ভোটারদের ওপর অভিমান করেই তিনি পদ ছাড়তে চাইছেন। এখন দেখার মেয়র তার এই ইচ্ছায় সম্মতি দেন কিনা। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভায় কার্যত শোরগোল পড়ে গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর