ব্যুরো নিউজ, ৮ জুন : খাস কলকাতায় বিধায়কের দাদাগিরি। নিউটাউনে রেস্তোরাঁর মালিককে চড় মারার অভিযোগ উঠল অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত।
ভোটের ফলেই ‘মালামাল’! ৭৭২.৮ কোটি টাকার সম্পত্তি বাড়ল চন্দ্রবাবু নাইডুর পরিবারের
রেস্তোরাঁর মালিককে চড় সোহম চক্রবর্তীর
সূত্রের খবর সোহমের সেই সময় শ্যুটিং চলছিল। রেস্তোরাঁর সামনে সোহমের এবং শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল। রেস্তোরাঁর মালিকের অভিযোগ, একটা পার্কিং খালি করতে বলায় সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা নাকি তার উপর হামলা চালায়। এমনকী সোহম চক্রবর্তীও নাকি তাঁকে চড় মারে বলে অভিযোগ। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি রেস্তোরাঁর মালিক গালিগালাজ করেছে বলে অভিযোগ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর।
মমতার বিরুদ্ধে বিস্ফোরক অধীর! সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগে কড়া বার্তা মমতাকে
এই বিষয়ে অবশ্য রেস্তোরাঁর মালিক জানান, তিনি তার রেস্তোরাঁর সামনে শ্যুটিংয়ের অনুমতি দিয়েছিলেন। কিন্তু এরজন্য কোনওরকম কর্মাশিয়াল ডিল করেননি। কিন্তু শ্যুটিং চলাকালীন তার হোটেলে গেস্ট আসবেন বলে পার্কিং প্লেসের একটি জায়গা খালি করতে বলেন। এই নিয়েই শুরু হয় বচসা। ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন, ‘জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু !’ তার উত্তরে রেস্তোরাঁর মালিক বলেন, তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হোন বা নরেন্দ্র মোদির বন্ধু, আপনারা ঝামেলা বাড়াবেন না। তখনই সোহম চক্রবর্তী এসে পুরো কথা না শুনে হোটেল মালিককে মারধর করে বলে অভিযোগ।