ব্যুরো নিউজ, ২৮ এপ্রিল: আমরা সাধারণত শীতকালে ঠোঁট ফাটার সমস্যার সম্মুখীন হয়। কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত গরমেও কিন্তু ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। আর সেই কারণেই গরমের সময় ত্বকের পাশাপাশি ঠোঁটেরও কিন্তু বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে।
রাশিফল: চোখে পড়ার মতো ধণ সমৃদ্ধি লাভ পাবেন এই ৫ রাশির জাতক জাতিকারা, আপনিও কি সেই তালিকায়?
নিম্নলিখিত টিপসগুলি ফলো করলেই ঠোঁট ফাটা থেকে মিলবে মুক্তি
কীভাবে নেবেন ঠোঁটের যত্ন-
ঠোঁটের যত্নে প্রথমেই যে বিষয়টির দিকে নজর রাখতে হবে সেটি হল স্ক্রাবিং। স্ক্রাবিং মৃত কোষ দূর করে। মৃত কোষ দূর হলেই ঠোঁট কোমল ও মসৃণ হবে।ঠোঁটকে আরো সুন্দর দেখাতে এবং উজ্জ্বল দেখাতে আমরা হোটেলে লিপস্টিক দিয়ে থাকি। কিন্তু অনেকেই আছেন যারা অতিরিক্ত মাত্রায় লিপস্টিক ব্যবহার করে থাকেন। মনে রাখবেন এই প্রসাধনী কিন্তু ঠোঁটকে আরো বেশি রুক্ষ করে। তাই লিপস্টিকের বদলে আপনি লিপবাম ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট মসৃণ থাকবে। ঠোঁট ফাটবে না এবং উজ্জ্বল দেখাবে।
বাজারে এখন বিভিন্ন রঙের লিপ বাম পাওয়া যাচ্ছে। আপনি চাইলে সেই রঙিন লিপবাম লাগাতে পারেন। এতে আপনার ঠোঁট রঙিনও দেখাবে কিন্তু ঠোঁট শুষ্ক হবে না।আপনি চাইলে ঠোঁটে লিপমাস্কও ব্যবহার করতে পারেন। তীব্র গরমে ঠোঁটকে শুষ্ক হওয়া থেকে বাঁচাবে। ঠোঁটের সৌন্দর্য বজায় থাকবে।