ব্যুরো নিউজ, ২২ এপ্রিল: কুমারগঞ্জে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, ‘এরা কিছুদিন আগে বলল জাতভিত্তিক জনগণনা করব। মানে আমাদের ভাগাভাগি করবে। আর সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের ভয় দেখাবে’।
মিলেগেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! SSC-র শুনানির পর কী বলছেন প্রাক্তন বিচারপতি?
একাধিক ইস্যুতে মমতার সরকারকে নিশানা শুভেন্দুর
বিজেপি জাতপাতের ভিত্তিতে নয়, উন্নয়নের ভিত্তি ভোট চায় বলেও হুঁশিয়ারি নন্দীগ্রামের বিজেপি বিধায়কের। এদিন সিএএ ইস্যুতে ফের আরও একবার তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। বলেন, ‘সিএএ হয়ে গিয়েছে দেড় মাস হল। এক জনেরও নাগরিকত্ব গিয়েছে? উত্তর হল, না। বিজেপি এগুলো করে না।’
SSC মামলা: বেআইনি চাকরি প্রাপকদের চাকরি গেল! সঙ্গে কি শাস্তি?
পাশাপাশি মোদি সরকারের একমাত্র লক্ষ্য যে নারী, কৃষক, যুব ও দরিদ্রদের উন্নতি করা, সেই বিষয়টিও সভা থেকে আরো একবার মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার হবে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা করে পাওয়া যাবে। বার্ধক্য থেকে কিষাণ ভাতাও বাড়িয়ে ৩ হাজার করবে বিজেপি। বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি, প্রতি বছর এসএসসি পরীক্ষাও নেওয়া হবে।’
অন্যদিকে, এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে বলেন,’মুখ্যমন্ত্রীকে এবার প্রাক্তন করে ছাড়ব। চোরেদের বৈধ করেছিল রাজ্য মন্ত্রিসভা। ২০২২ সালের ৫ মে, মন্ত্রিসভার বৈঠকে থাকাদের হেফাজতে নিতে হবে।’




















