ব্যুরো নিউজ, ২১ এপ্রিল: গোপালগঞ্জের পঙ্কজ বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম। তিনি বর্তমানে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অনেককেই টেক্কা দিচ্ছেন। বিশেষত বার বার তাঁর কাজ প্রশংসিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে। তাঁকে দেখা গিয়েছে মিমি, স্ত্রী, লুডো, মির্জাপুর, গ্যাংস অফ ওয়াসিপুর -এর মতো জনপ্রিয় ছবি এবং সিরিজে।
শামির ফেরার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ, কেমন আছেন এখন মহম্মদ শামি?
দুর্ঘটনার কবলে পড়ে পঙ্কজ ত্রিপাঠীর বোন এবং ভগ্নিপতির গাড়ি
তবে সম্প্রতি সামনে এসেছে এক দুঃসংবাদ।বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী দুর্ঘটনায় হারিয়েছেন ঘনিষ্ঠ আত্মীয়কে। শনিবার বিকেলে পশ্চিমবঙ্গের দিকে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বোন এবং ভগ্নিপতির গাড়ি। পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। সূত্রের খবরে জানা গিয়েছে, ওই দুর্ঘটনায় তাঁর বোন সবিতাও গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।
সূত্রের খবরে জানা গিয়েছে, পঙ্কজের বোন এবং তাঁর স্বামী বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন শনিবার বিকেলে। গাড়ি চালাচ্ছিলেন রাকেশ নিজেই। এরপর দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে আচমকা। এই দুর্ঘটনাটি ঘটেছে বিকেল সাড়ে ৪টে নাগাদ।
দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে। ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। চিকিৎসকেরা সেখানে মৃত বলে ঘোষণা করেন রাকেশকে। ইতিমধ্যেই, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাকেশের দেহ। এই প্রসঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক দীনেশ কুমার গিনদৌরিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘পা ভেঙে গিয়েছে পঙ্কজের বোন সবিতার। তবে তিনি আপাতত বিপদমুক্ত।’