ব্যুরো নিউজ, ২১ এপ্রিল: বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়ালেন প্রতিরক্ষা মন্ত্রীর রাজনাথ সিং। ‘সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জা, মমতা দিদির মমতা কোথায় গেল?’ ঠিক এই ভাষাতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণ শোনালেন প্রতিরক্ষা মন্ত্রী। এদিন জলঙ্গিতে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচার করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর পাশাপাশি মালদায় খগেন মুর্মুর সমর্থনে সভা করেন রাজনাথ সিং। দুটি সভা থেকে কার্যত তৃণমূল সরকারকে একহাত নিলেন রাজনাথ সিং।
বিতর্কিত মহুয়া এবার সরকারি গাড়ি বিতর্কে ! কমিশনে বিজেপি
‘তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে’
বাংলার আইনশৃঙ্খলা নিয়ে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘পুরো বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ চলছে। এখন সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। নামেই উনি মমতা, বাংলার মানুষের দুঃখ দেখেন না। বাংলার এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই।’
বাংলায় আবাস যোজনা নিয়ে বরাবরই বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এবার সেই ইস্যুতে রাজ্য সরকারকে তুলাধনা করলেন রাজনাথ সিং। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা গরিব মানুষের জন্য তৈরি হয়েছিল, তাঁদের সেটা না দিয়ে তৃণমূলের কার্য কর্তারা ঘর পাচ্ছেন।’ এর পাশাপাশি রাজ্য সরকারের পড়ার সমালোচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, শীঘ্রই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে’।