ব্যুরো নিউজ, ২০ এপ্রিল : অফিস টাইমে ফের ট্রেনের বিভ্রাট। শনিবার সকালে অফিস টাইমে হঠাৎ ব্যান্ডেল লোকালে ধোঁয়া দেখতে পাওয়া যায়। ধোঁয়া দেখে ট্রেন থামিয়ে দেন চালক। আতঙ্ক ছড়ায় নিত্যযাত্রীদের মধ্যে। চুঁচুড়া স্টেশনের দু নম্বর প্লাটফর্মে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। কুড়ি মিনিট ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্রেক বাইন্ডিংয়ের ফলে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বের হতে থাকে।
চুঁচুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন
ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ ইরাকে! রাতেই এয়ারস্ট্রাইক
২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়
পূর্ব রেল সূত্রে খবর, সকাল ৮.২৮ মিনিটে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছেড়ে যায়। ৮.৩৪ মিনিটে চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখনই চালক ট্রেনের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেন থামিয়ে দেন। ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। ট্রেনটিকে ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় মিনিট কুড়ি পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।