ব্যুরো নিউজ, ১১ এপ্রিল: একে তো রবিবার। তার ওপর পয়েলা বৈশাখ। নববর্ষের দিনে কারইবা বাড়িতে বসে থাকতে ভালো লাগে! ভাবছেন ছুটির দিনটা কীভাবে কাটাবেন? কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যাবেন? তাহলে আপনাদের জন্য রইল কলকাতার কয়েকটি ডেস্টিনেশন।
১৪ নাকি ১৫ কত তারিখে পয়লা বৈশাখ? কোনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা?
বসে না থেকে প্ল্যানটা ঝটপট সেরে নিন
পয়লা বৈশাখের দিন আপনার ডেস্টিনেশন হতে পারে দক্ষিণেশ্বর, বেলুড় মঠ। এদিন যেহেতু হালখাতা, লক্ষ্মী-গণেশ পুজো দেওয়ার ব্যাপার থাকে তাই মন্দিরগুলোতে বেশ ভালই ভিড় হয়। তাই এদিন দক্ষিণেশ্বরে গেলে আপনার মন্দ লাগবে না। দক্ষিণেশ্বর থেকে লঞ্চ কিংবা অটোয় করে আপনি চলে যেতে পারেন বেলুড় মঠ। সেখানে চাইলে সন্ধ্যারতিও দেখতে পারেন।
এদিন পরিবারের সকলে মিলে যেতে পারেন সায়েন্স সিটিতে। শিশুদের জন্য এই জায়গাটি বেশ আকর্ষণীয় সঙ্গে শিক্ষণীয়ও বটে।
পয়লা বৈশাখের দিন সকালে যদি বাড়িতে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে বিকেলে কোথাও যেতে মন চাইলে চলে যেতে পারেন নন্দনে। ছুটির দিনে নন্দনে ভিড় হলেও নন্দনে গেলে কখন সময় পেরিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।
এছাড়া আপনার ঘুরতে যাওয়ার লিস্টে থাকতেই পারে জাদুঘর, চিড়িয়াখানা। যেতে পারেন ভিক্টোরিয়াতেও। এখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। দুপুরের দিকে যাওয়াটাই শ্রেয়। কারণ বিকেলের একটা নির্দিষ্ট সময় ভিক্টোরিয়ার গেট বন্ধ হয়ে যায়। আপনি যেতে পারেন মিলেনিয়াম পার্ক কিংবা প্রিন্সেপ ঘাটে। সন্ধ্যের পর এখানকার মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এছাড়াও আপনি এদিন পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন ইকোপার্ক থেকে। তবে এদিন আপনার ডেস্টিনেশন হতেই পারে আলিপুর জেল মিউজিয়াম কিংবা এয়ারক্রাফ্ট মিউজিয়ামও। এছাড়াও বাইরে খাওয়ার প্ল্যান থাকলে কলকাতায় বহু বাঙালিয়ানা রেস্টুরেন্ট রয়েছে যেখানে পয়লা বৈশাখ উপলক্ষ্যে বিশেষ মেনুর সঙ্গে বিশেষ অফারেরও ব্যবস্থা থাকে।