mamata-banerjee-it-raid

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: রবিবাসরীয় প্রচারে পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ১৯-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া বিজেপির দখলে গিয়েছিল। বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো জিতেছিলেন। ২৪-এর নির্বাচনে সেই কেন্দ্রটি পুনরুদ্ধার করতে চাইছে তৃণমূল। রবিবারের সভা থেকে ভোটের সময়ে শান্তি বজায় রাখার বার্তা দিলেন দলনেত্রী।

জমজমাট রবিবাসরীয়! দেবের সমর্থনে রোড-শো অভিষেকের

Advertisement of Hill 2 Ocean

এনআইএ ও কমিশনকে একযোগে নিশানা

এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘তৃণমূলকে ভোট দিন। নয়তো আগামী দিনে ভারতবর্ষ থাকবে না। আর এখান থেকে বিজেপিকে জেতাবেন না। ওরা সব কেড়ে নেবে। ধর্ম, জাত কেড়ে নেবে। ইডি, সিবিআই লাগিয়ে দেবে।’ অন্যদিকে এদিনের প্রচার সভা থেকে রামনবমী ও ইদের মতো অনুষ্ঠানে শান্তি বজায় রাখার বার্তা দিলেন। বললেন, ‘ওরা যা করে, করবে। আপনারা কোনও প্ররোচনায় পা দেবেন না। নিজেদের মতো থাকবেন। আর পরেরদিন আপনারা শান্তি মিছিল করবেন। বুঝিয়ে দেবেন, তৃণমূল বাংলায় শান্তি বজায় রাখে। উৎসবের নামে অশান্তি করে না।’ কারণ এই সময় বিজেপি সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা করবে বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পাশাপাশি এনআইএ-এর অভিযানের বিরুদ্ধেও সরব হন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এক হাত নিয়ে বলেন, ‘আবার রামনবমী আসছে। চকোলেট বোম ফেললেও এনআইএকে ঢুকিয়ে দেবে।’

Mamata Banerjee
এনআইএ-এর পাশাপাশি পুরুলিয়ার সভা থেকে নির্বাচন কমিশনকে আরও একবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করার পরামর্শ দিয়ে বললেন, ‘নির্বাচন কমিশন স্যালট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম। আমি জানি বিজেপি আপনাদের রোজ দেয়। আমরা চাই আপনারা ইমপার্সিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর