mamata-banerjee-it-raid

শর্মিলা চন্দ্র, ৩১ মার্চ: ইতিমধ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। চোটের কারণে এতদিন নির্বাচনী প্রচারে থাকতে পারেননি তৃণমূল নেত্রাই মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি অনেকটাই সুস্থ। পূর্ব ঘোষণা অনুযায়ী, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নদিয়ার ধুবুলিয়ায় জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। প্রথম দিনের প্রচারেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপির মুখোশ খুলতেই মহুয়াকে ভোটে জেতাতে হবে।

ফের ভোটপ্রচারে মোদীর আগমন! তবে কি বিজেপি নেতৃত্ব এবারের ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে?

Advertisement of Hill 2 Ocean
ইন্ডিয়া জোট নিয়ে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

অন্যদিকে, বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়ের পরিবারকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবার সম্পর্কে কথা বলতে গিয়ে ‘বিশ্বাসঘাতক’ শব্দটি ব্যবহার করেন তৃণমূল সুপ্রিমো। প্রসঙ্গত, ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। কারণ ইতিহাসে রয়েছে, পলাশির যুদ্ধের সময় কৃষ্ণনগরের তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্র রায় লর্ড ক্লাইভের পক্ষ নিয়েছিলেন। এই তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, উনি কি দেশের ইতিহাস ভুলে গিয়েছেন? শুধু তাই নয়, ‘রাজমাতার উদ্দেশ্যে তাঁর মন্তব্য, রাজমাতা আবার কী! এখন আমরা সবাই প্রজা। প্রজার ভূমিকা পালন করুন। আর রাজা হলে রাজপ্রাসাদে থাকবেন। মিথ্যার আশ্রয় নেবেন না।’

মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার প্রসঙ্গে এদিন ফের আরো একবার সরব হলেন তৃণমূল নেত্রী। এই বিষয়ে বলেন, ‘লোকসভায় মহুয়া জোরে জোরে কথা বলত। বিজেপির বিরুদ্ধে সরব হত বলে মহুয়াকে টার্গেট করেছে। ভোটে দাঁড়ানোর পর ওর বাবা-মাকেও ছাড়ছে না।’

এর পাশাপাশি এদিন কৃষ্ণনগরের সভাতে থেকে ইন্ডিয়া জোট নিয়ে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি। নামটাও আমার দেওয়া। ভোটের পর ওটা দেখে নেব।’ ইন্ডিয়া জোটেরই শরিক বাম-কংগ্রেসকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, ‘সিপিএম-কংগ্রেস এখানে ইন্ডিয়া নামে লড়ছে। এখানে তো জোটই হয়নি। এখানে তো ঘোঁট হয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি এক হয়ে লড়ছে। আর এক দিকে আমরা একা লড়ছি।’ তাঁর এই বার্তাকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা। ভোট মিটলে তৃণমূল সুপ্রিমো আবারো ইন্ডিয়া জোটে ফিরতে পারেন বলে
মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর