শর্মিলা চন্দ্র, ২৯ মার্চ: এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীরা। তাদের অভিযোগ, পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তাঘাট ভালো নেই। নিকাশি ব্যবস্থা নেই। ড্রেন মজে আছে। পুরসভাকে বারে বারে জানিয়েও কোনও কাজ হয়নি। এখন ভোট চাইতে এসেছেন? ভোটের সময় কোনও দলকে ভোট দেব না, দাবি স্থানীয়দের। এদিন বোরাল পোস্ট অফিস, ঠনঠনিয়া মোড় থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষে। এক বর্ণাঢ্য রোড শো-এর আয়োজন করা হয়। গমাধ্যমে প্রায় ৩ ঘণ্টা প্রচার করেন সায়নী।
আয়কর হানায় শহরে ফের উদ্ধার টাকা
পানীয় জল, নিকাশি-সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ
সোনারপুর, রাজপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলারা যেভাবে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাতে বেশ অবাকই হয়ে ভ্যান সায়নী ঘোষ। ৮ বিক্ষোভের সামনে তিনি একপ্রকার চুপ করে যান। পরে সায়নী ঘোষ বলেন, ইতিমধ্যে জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। রাস্তা করা হচ্ছে। জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন সায়নী। তবে তাতে কতটা চিড়ে ভিজবে তা নিয়ে প্রশ্ন আছে। কারণ এদিন সায়নী ঘোষের মুখের উপর ভোট দেব না বলে জানিয়ে দেন স্থানীয়রা। অন্যদিকে, এই বিক্ষোভের আঁচ তৃণমূলের ভোটব্যাঙ্কে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।