money-recovered-from-income-tax-raids

ব্যুরো নিউজ, ২৯ মার্চ: সামনেই লোকসভা। তার আগেই শহর, রাজ্য-সহ দেশ জুড়ে এক যোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি তদন্ত অভিযানে নেমে পড়েছে আয়কর বিভাগও। শহর-সহ রাজ্য জুড়ে তদন্তে আয়কর দফতর।

১ এপ্রিল থেকে বাড়ছে ডেবিট কার্ডের সার্ভিস চার্জ

এবার কলকাতার চেতলায় এক ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে হানা দিল আয়কর। গত ৪৮ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে ৭৫ লক্ষ টাকারও বেশি উদ্ধার  করেছে IT বিভাগ। ছাতু প্রস্তুতকারী ওই সংস্থার মালিকের অফিস থেকে উদ্ধার হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা। তবে টাকার অঙ্কের প্পরিমান আরও বারতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন অফিসে মজুত এত টাকা? টাকার উৎসই বা কী? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে তল্লাশি অভিযান চালাচ্ছেন আয়কর কর্তারা।

Advertisement of Hill 2 Ocean

কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রোক কনফারেন্স

তবে টাকার উৎস কী? এই বিষয়ে ওই সংস্থার মালিককে প্রশ্ন করা হলে তিনি এর কোনও সদুত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার কোনও বৈধ নথিও এখনও তিনি দেখাতে পারেননি বলে খবর মিলেছে। তবে জানা গিয়েছে,  আগামী সপ্তাহেই ওই ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিককে আয়কর দফতরে ডেকে পাঠানো হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর