পুস্পিতা বড়াল, ২৬ মার্চ: মোহনবাগান সুপার জায়ান্টস এবং মুম্বই সিটি এফসির খেলার দিন এবং সময় বদলে গেল ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। এ বারের আইএসএলে মোহনবাগানের শেষ ম্যাচ এই ম্যাচ। ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ১৪ এপ্রিল বিকাল ৫ টায়। কিন্তু খেলা হবে না সেই দিন।
মাইলেজ কুইন হয়ে মার্কেটে পা রাখতে চলেছে স্টাইলিশ বাইক Bajaj Platina125! রইল খুঁটিনাটি তথ্য
ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ১৪ এপ্রিল!
এক দিন পর অর্থাৎ ১৫ এপ্রিল নতুন সূচি অনুযায়ী মোহনবাগান-মুম্বই ম্যাচ হবে। বিকাল ৫টার পরিবর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। আইএসএল লিগ টেবিলের যা পরিস্থিতি, তাতে লিগ শিল্ডের ফয়সালা হতে পারে ১৫ এপ্রিল মোহনবাগান-মুম্বই ম্যাচে। তবে এখনও অবশ্য জানানো হয়নি যে, ম্যাচের দিন এবং সময় কেন পরিবর্তন করা হয়েছে।
বেজিং নয়, এশিয়ার কোটিপতিদের রাজধানী মুম্বই
আপাতত আইএসএলে বিরতি চলছে ভারতীয় দলের খেলার জন্য। সবুজ-মেরুন শিবির শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মুম্বই গোলপার্থক্যের বিচারে শীর্ষে। তবে মুম্বইকে আরও দু’টি ম্যাচ খেলতে হবে শেষ ম্যাচের আগে। অপরদিকে তিনটি ম্যাচ রয়েছে মোহনবাগানের।