ব্যুরো নিউজ, ২৩ মার্চ: গ্রেফতার হয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বহুবার ইডির হাজিরা এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কেজরীওয়ালের। আর এবার সেই মামলায় গ্রেফতারির হাত থেকে বাঁচতে দিল্লি হাইকোর্টের দারস্ত হইয়েছিলেন অরবিন্দ। দিল্লি হাইকোর্টে তিনি আবেদন জানিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেন তার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেয়। সেই বিষয়টি জানিয়ে আদালতের কাছে আবেদন জানান তিনি। পাশাপাশি তিনি এও আবেদন করেন যে, তিনি যদি সমন মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেন, তবে ইডি যেন তাকে গ্রেফতার না করে। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরে বৃহস্পতিবার রাতেই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শেষে ঠাই হয় তিহার জেলেই। কিন্তু সেখান থেকেও বড় বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাশিয়ায় ISIS হামলায় নিহত শতাধিক ভোটের প্রচারে বেরিয়ে চায়ের পর এবার চপ ভাজলেন সুজাতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারীর তীব্র বিরোধিতা করতে দেখা গিয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকি তিনি কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গেও কথা বলেন। এবার অরবিন্দ কেজরিওয়ালের হয়ে বার্তা দিতে দেখা গেল তার স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে। সুনীতা কেজরিওয়ালের মাধ্যমে আপ নেতা তথা দিল্লীর মুখ্যমন্ত্রী জনগনের উদ্দেশ্যে বলেন, আমায় গ্রেপ্তার করা হয়েছে। আমি জেলের ভিতরে থাকি বা বাইরে, সর্বক্ষণ দেশের সেবার কাজ করে যাব। আমি জীবনে অনেক সংঘর্ষ করেছি। আগামী দিনেও করব। কেজরিওয়াল রাজ্যের মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস, এমনকি এবছর বাজেটে ১৮ ঊর্ধ্ব মহিলাদের জন্য আর্থিক ভাতাও চালু করার কথা জানিয়েছিলেন। তাই তার গ্রেফতারীর পর সেই পরিষেবাগুলি মিলবে কি না সেই নিয়েও উদ্বেগ দেখা গিয়েছিল মহিলা মহলে। কেজরিওয়াল সে উদ্দেশ্যে বলেন, দিল্লির মা-বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল জেলে, তবে এবার তারা বিভিন্ন পরিষেবাগুলি পাবেন কিনা! তাঁদের আমি আশ্বস দিয়ে বলেন, কোনও গরাদই নেই যে আমাকে মানুষের সেবা করা থেকে আটকাতে পারে। এরপরই তিনি জানান যে, দ্রুতই তিনি জেল থেকে বেড়িয়ে আসবেন।