bumper-announcement-of-rachana-award-after-winning-the-polls

শর্মিলা চন্দ্র, ২২ মার্চ: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রচার। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। রাজনীতির ময়দানে পোড় খাওয়া প্রার্থী থেকে নবাগত প্রার্থী সকলেই কোমর বেঁধে নেমে পড়েছেন। কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ কোনোটা দেখেই বোঝার উপায় নেই যে রাজনীতির ময়দানে সদ্যই পা রেখেছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় সেনেট বিশালাক্ষীতলা মন্দিরে পুজা দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে দেখার জন্য স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাঁর সঙ্গে ছিলেন, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, ধনিখালির বিদায়িকা অসীমা পাত্র, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা-সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ ও তৃণমূলের কর্মীরাও।

ভোটের আগেই হঠাৎ কেন দিল্লিতে সুকান্ত-শুভেন্দু?

হুগলিবাসীকে আশ্বাস ‘দিদি নম্বর ওয়ান’-এর

Advertisement of Hill 2 Ocean

কেজরির গ্রেফতারিতে কী বলছেন সমাজকর্মী আন্না হাজারে?

এদিন তিনি জানান, আমি হুগলিতে এসে মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। আগামী দিনে হুগলির মানুষদের জন্য কাজ করতে চাই। যত দিন যাচ্ছে ততই অভিজ্ঞতা হচ্ছে। আর পাশাপাশি দায়িত্বও বাড়ছে। পাশাপাশি ভোটে জিতলে ভোটে জিতলে হুগলিবাসীর জন্য পুরস্কারও অপেক্ষা করছে, সেকথা ঘোষণা করলেন তৃণমূলের তারকা প্রার্থী। শুধু এখন নয়, ভোটের পরে এবং তার পরেও আমাকে দেখতে পাবেন আপনারা, হুগলিবাসীকে আশ্বাস রচনা বন্দ্যোপাধ্যায়ের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর