পুস্পিতা বড়াল, ২২ মার্চ: নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হয়েছে নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে। তার আগেই নবান্ন রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করল। সূত্রের খবরে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা হয়েছে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি।
এক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজ করতে হবে যুগ্মসচিব পদে
সংশ্লিষ্ট এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজ করতে হবে যুগ্মসচিব পদে। তারপরেই কোনও কর্মীকে বিবেচনা করা হবে অতিরিক্ত সচিব পদের জন্য। যদি কেউ কমপক্ষে দুই বছর উপসচিব পদে কর্মরত থাকেন এরপরেই তাঁকে যুগ্ম সচিব পদে ভাবনা চিন্তা করা হবে দায়িত্ব দেওয়ার জন্য।
সেলিব্রিটিদের বার্তা কেন্দ্রের! অনলাইনে কোনওরকম জুয়ার প্রচার-বিজ্ঞাপন করা যাবে না
উল্লেখ্য, সেক্রেটারিয়েট কর্মীদের মধ্যেও এর আগে যুগ্মসচিব পদে আসীন হওয়ার সুযোগ ছিল। অর্থাৎ LDA পদে যদি কোনও কর্মী যোগদান করেন তাহলে তিনি পদোন্নতির সুযোগ পেয়ে যুগ্মসচিব পদের দায়িত্ব পেতে পারতেন আগের নিয়ম মোতাবেক।