one plus

ভারতে ১ এপ্রিল লঞ্চ হতে চলেছে OnePlus Nord CE 4! কী কী ফিচারস পাবেন এই হ্যান্ডসেটে?

হ্যান্ডসেটটি আগামী মাসে অফিসিয়ালি মার্কেটে আসবে।

ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: ভারতে গত বছরের জুন মাসে Snapdragon 782G SoC প্রসেসর সহ OnePlus Nord CE 3 5G সেটটি মার্কেটে এসেছিল। বর্তমানে চাইনিজ স্মার্টফোন কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল এবং ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে নতুন OnePlus Nord CE 4 হ্যান্ডসেটের স্পেসিফিকেশন্স সহ বিভিন্ন ফিচারস প্রকাশ্যে এনেছে। হ্যান্ডসেটটি আগামী মাসে অফিসিয়ালি মার্কেটে আসবে। আসুন তবে জেনে নেওয়া যাক এই নতুন মডেলের স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশনস পাবেন!

সমস্ত ক্যামেরাকে হার মানাবে এই মডেলের দুর্ধর্ষ ক্যামেরা! দেখে নিন Vivo X100 Pro মডেলের রিভিউ!

সবার জন্য খুশির খবর! Vivo 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 64MP ব্যাক ক্যামেরা ফোনের দাম কমেছে ভারতে!

হ্যান্ডসেটটি আগামী মাসে অফিসিয়ালি মার্কেটে আসবে।

OnePlus Nord CE 4 সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য নিম্নে বিবরণ সহ দেওয়া হল:

ডিসপ্লে

OnePlus Nord CE 4 মডেলটিতে আপনি পেয়ে যাবেন একটি 6.7-ইঞ্চি AMOLED স্ক্রিন। মসৃণ স্ক্রলিং এর ক্ষেত্রে এই স্ক্রিন খুবই সুবিধাজনক।

ক্যামেরা

OnePlus Nord CE 4 সেটে ডুয়াল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই মডেলটিতে একটি 50 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে উন্নতমানের সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি এবং চার্জিং পাওয়ার

এই হ্যান্ডসেটে আপনি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি ব্যাকআপ। সঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জিং পাওয়ার।

প্রসেসর

এই মডেলটিতে 4nm Qualcomm Snapdragon 7 Gen 3 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে।

কালার

এই মডেলটি আপনি কালো এবং সবুজ রংয়ের মধ্যে পাবেন।

RAM ও স্টোরেজ

এই হ্যান্ডসেটটিতে আপনি 8GB RAM এবং 256GB স্টোরেজের ভেরিয়েন্ট পাবেন।

দাম (OnePlus Nord CE 4 Price)

ভারতে এই মডেলটির দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর