vivo

সমস্ত ক্যামেরাকে হার মানাবে এই মডেলের দুর্ধর্ষ ক্যামেরা! দেখে নিন Vivo X100 Pro মডেলের রিভিউ!

Vivo X100 Pro মডেলটির কোন দিক থেকে সেরা

ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: সম্প্রতি ভারতে Vivo তার X সিরিজের দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন প্রকাশ করেছে। Vivo X100 এবং Vivo X100 Pro হল MediaTek Dimensity 9300 চিপসেট ব্যবহার করা প্রথম দুটি স্মার্টফোন।
Vivo X100 Pro মডেলটি ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে খুবই আকর্ষণীয়। এই মডেলটি জানুয়ারি মাসের 4 তারিখে মার্কেটে এসেছে (Vivo X100 Pro Launch Date)। চলুন তাহলে Vivo X100 Pro মডেলটির বাকি ফিচারসগুলোও জেনে নেওয়া যাক।

অনলাইনে ফাঁস Infinix Note 40 Pro+ 5G এর মডেল! কী কী ফিচারস থাকবে এই স্মার্টফোনে?

আপনি কি Oppo Reno 11 5G ফোন কেনার প্ল্যান করছেন?তাহলে আর দেরি না করে আজই দেখে নিন রিভিউ!

Vivo X100 Pro মডেলটির কোন দিক থেকে সেরা

ডিসপ্লে : Vivo X100 Pro মডেলটির ডিসপ্লে ফোনের ডিজাইনের সাথে বেশ মানানসই। এই মডেলটিতে 6.78-ইঞ্চি FHD+ (1260 x 2800 পিক্সেল) 452 PPI এর পিক্সেল ঘনত্ব সহ AMOLED ডিসপ্লে রয়েছে। পাশাপাশি, এটি মডেলে একটি 2160Hz PWM ডিমিংও রয়েছে।

ব্যাটারি ও চার্জিং পাওয়ার : Vivo X100 Pro মডেলে একটি 5,400 mAh ব্যাটারি রয়েছে, যা Samsung Galaxy S23 Ultra এবং Google Pixel 8 Pro এর চেয়েও বড়। সঙ্গে রয়েছে 100W তারযুক্ত এবং 50W ওয়্যারলেস দ্রুত চার্জিং পাওয়ার।

প্রসেসর : ভালো পারফরম্যান্সের জন্য, Vivo X100 Pro মডেলটিতে Snapdragon 8 Gen 3 চিপসেটের পরিবর্তে MediaTek Dimensity 9300 SoC প্রসেসর ব্যবহার করা হয়েছে

ক্যামেরা : Vivo X100 Pro মডেলটির ক্যামেরা দুর্ধর্ষ। এই মডেলটিতে একটি 50 এমপি প্রাইমারি সেন্সর এবং একটি 50 এমপি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। ভালো সেলফি এবং ভিডিও কলিং এর সুবিধার জন্য রয়েছে 32 এমপি ফ্রন্ট ক্যামেরা।

RAM এবং স্টোরেজ : এই মডেলটিতে 16GB + 512GB ভেরিয়েন্টের RAM ও স্টোরেজ রয়েছে।

দাম : ভারতে Vivo X100 Pro মডেলটির দাম প্রায় 89,999 টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর