মাত্র কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বাজাজের নতুন মডেল Pulsar N150 এবং Pulsar N160, থাকছে বিশেষ চমক! জেনে নিন বিস্তারিত:
Pulsar N160 মডেলে ডুয়াল-চ্যানেল ABS এর সুবিধা রয়েছে।
ব্যুরো নিউজ, ১৮ মার্চ, পুস্পিতা বড়াল: আর কিছুদিনের মধ্যেই ভারতীয় বাইক মার্কেটে বাজাজ অটো (Bajaj Discover 2024) তাদের পালসার N150 এবং পালসার N160 মডেল আনতে চলেছে। Pulsar N160 মডেলে ডুয়াল-চ্যানেল ABS এর সুবিধা রয়েছে। এটির সামনে 300mm এবং পিছনে 230mm ডিস্ক রয়েছে। যেখানে, Pulsar N150 মডেলে একটি পিছনের ডিস্ক ব্রেক এবং ABS রয়েছে। আরও কি কি স্পেসিফিকেশনস পাবেন?
ফেসবুকে অচেনা নারীর বন্ধুত্বের আবেদনে সাড়া দিয়ে ব্যবসায়ী খোয়ালেন ৯৫ লক্ষ টাকা!
অনলাইনে ফাঁস Infinix Note 40 Pro+ 5G এর মডেল! কী কী ফিচারস থাকবে এই স্মার্টফোনে?
Pulsar N160 মডেলে ডুয়াল-চ্যানেল ABS এর সুবিধা রয়েছে।
ইঞ্জিন পাওয়ার
Pulsar N150 মডেলে পেয়ে যাবেন 149.68 cc ইঞ্জিন। সঙ্গে থাকবে একক সিলিন্ডার। অপরদিকে, Pulsar N160 মডেলে পেয়ে যাবেন 164.82cc ইঞ্জিন। সাথে থাকবে একক সিলিন্ডার।
টর্ক পাওয়ার
Pulsar N150 এই মডেলের ইঞ্জিন 8,750rpm এ 14.5PS এবং 6,750rpm এ 13.5Nm টর্ক উৎপন্ন করে। Pulsar N160 মডেলের ইঞ্জিন 16PS 8,750rpm এবং 6,750rpm এ 14.65Nm টর্ক উৎপন্ন করে।
হর্স পাওয়ার
Pulsar N150 14.3 bhp হর্সপাওয়ার জেনারেট করবে। অপরদিকে, Pulsar N160 মডেলের হর্সপাওয়ার 15.68 bhp।
গিয়ারবক্স
দুটি বাইকের মোটরেই থাকবে একটি পাঁচ-গতির গিয়ারবক্স।
মাইলেজ
Pulsar N150 মডেলের মাইলেজ হল 47 km/pl। অপরদিকে Pulsar N160 মডেলের মাইলেজ হল 59.11 16km/pl।
সিটের উচ্চতা
Pulsar N150 মডেলের সিটের উচ্চতা হল 790 mm। অন্যদিকে, Pulsar N160 মডেলের সিটের উচ্চতা 795 mm।
দাম
পালসার N150 এর দাম এক্স-শোরুমে 1.18 লক্ষ টাকা থেকে শুরু। N160 এর দাম এক্স-শোরুমে 1.31 লক্ষ টাকা থেকে শুরু। অন্যদিকে, টপ-স্পেক ভেরিয়েন্টের দাম এক্স-শোরুমে যথাক্রমে 1.24 লক্ষ টাকা এবং 1.33 লক্ষ টাকা।