the-state-government-has-declared-a-holiday-on-ram-navami

ব্যুরো নিউজ, ১০ মার্চ: আগামী ১৭ এপ্রিল রামনবমী। রাজ্য সরকার এই প্রথমবার ছুটি ঘোষণা করল রামনবমীতে। শনিবার নবান্নের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকার এবং সরকার পোষিত প্রতিষ্ঠানগুলি ওই দিনই ছুটি পেতে চলেছে। এই ছুটি ঘোষণা করা হয়েছে এন আই অ্যাক্ট অনুযায়ী। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে নবান্নের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহল মহল।

সরকারি প্রতিষ্ঠানগুলি ছুটি পেতে চলেছে রামনবমীতে

Advertisement of Hill 2 Ocean

রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ায় গত কয়েক বছরে। শিবপুর এবং হাওড়ায় তপ্ত হয় পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল পুলিশি তৎপরতায়। কিন্তু, রাজ্যে রামনবমীতে অতীতে কোনও সময় ঘোষণা করা হয়নি ছুটি।

এক ঝলকে দেখে নিন অনন্ত-রাধিকার গাড়ির তালিকা! তাদের সংগ্রহে কী কী গাড়ি?

এই প্রসঙ্গ উল্লেখ করে, এদিকে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বার্তা দিয়ে লিখেছেন, ‘জানুয়ারি মাসে আমি রামনবমীতে ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করি। আজ রাজ্য ছুটি ঘোষণা করল বাধ্য হয়ে। জয় শ্রীরাম।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর