teacher-dead-in-road-accident

ব্যুরো নিউজ, ২৮ ফেব্রুয়ারি: লৌহ আকরিকের খনিতে ধসের ফলে মৃত্যু হলো ৪ শ্রমিকের। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ২ শ্রমিক। সূত্রের খবর, মৃত ওই ৪ শ্রমিকের মধ্যে ৩ জনই পশ্চিমবঙ্গের। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল ৩টে নাগাদ ছত্রিশগড়ের দান্তেওয়াড়ার কিরনদুল থানা এলাকায়।

শ্রমিকদের মৃত্যুতে শোকাহত পরিবার  

দেশের সব থেকে বড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র জামনগরের ‘বনতারা’

workers death

মৃত ওই শ্রমিকদের নাম তুষার বালা(৪৯), নির্মল বালা(৫৬) ও বিট্টু বালা(২৬)। এছাড়াও যেই শ্রমিকের মৃত্যু হয়েছে তিনি বিহারের বাসিন্দা বছর ২৯ এর সন্তোষ দাস। সূত্র মারফত জানা গিয়েছে, লৌহ আকরিকের ওই খনিতে কাজ করার সময় উপর থেকে একটা বিরাট আকারের পাথর নেমে আসে। সেই সময় ওইখানে কর্তব্যরত ছিলেন মোট ১৪ জন শ্রমিক।

Advertisement of Hill 2 Ocean

তাদের মধ্যে পাথরের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনার সাথে সাথে দুজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজনের দেহ উদ্ধার হয় সন্ধ্যের পরে। ঘটনায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। ওই শ্রমিকদের মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর