ব্যুরো নিউজ, ২৪ ফেব্রুয়ারি: আসানসোলের জামুড়িয়ার এক পেট্রো পণ্য তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুন নেভাতে তাঁরা তৎপর হয়ে ওঠে।
সূত্র মারফত জানা গিয়েছে, আসানসোলের জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকার ওই কারখানার নাম ‘ড্রিম পলিপ্যাক’। সেখানে পেট্রো পণ্য তৈরি হতো। শনিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ সেই কারখানায় আগুন লাগে।
পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ
তবে এই প্রথম নয়। এর আগেও ওই কারখানায় আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছিলো কারখানার অনেকটা অংশ। শনিবার আগুন লাগার ফলে পুড়ে ছাই হয়ে গিয়েছে গুদামের কিছু অংশ। কারখানার আশেপাশের এলাকা জনবসতিপূর্ণ। আগুনের তীব্রতা এতোটাই ভয়ঙ্কর ছিল যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে।
এলাকার মানুষ নিজের নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক কোন কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কারখানায় কর্মরত শ্রমিকেরা জানিয়েছেন, শর্ট সার্কিটের কারণে সেখানে আগুন লেগেছে। তবে এই মুখ খুলতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। ইভিএম নিউজ