ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: প্রায় ১০ ঘণ্টা ধরে উপাচার্যকে ঘেরাও করলেন অতিথি অধ্যাপকরা। উপাচার্যের দফতরের বাইরেই ঠায় বসে রইলেন। পাশাপাশি উপাচার্যের ঘরের সামনেই অবস্থান বিক্ষোভে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি।
সাত সকালে সক্রিয় ইডি | জায়গায় জায়গায় অভিযান
অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করার পরেও আজ প্রায় তিন বছর হতে চলল কিন্তু তার পরেও তাঁদের স্যাক্ট (SACT)-এর অধীনে চাকরিতে নেওয়া হচ্ছে না। যার জেরে তাঁরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগেই ধরনায় নামেন অধ্যাপকরা।
অতিথি অধ্যাপকদের ধরনায় উত্তপ্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ঘেরাও করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়কে। প্রায় ১০ ঘণ্টা ধরে তাকে ঘেরাও করে রাখেন অধ্যাপক ও তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি। প্রায় রাত পৌনে দুটো নাগাদ চলে ঘেরাও অভিযান। এরপর ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ। তার পরেই উপাচার্যকে ঘেরাও মুক্ত করে তারা।
দীর্ঘদিনের এই অভিযোগ অতিথি অধ্যাপকদের। কিন্তু কোনও কিছুতেই চিড়ে ভিজছে না। এমনকি বৈঠকেও বসেন উপাচার্য। কিন্তু তাতেও সমাধান না মেলায় আটকে দেওয়া হয় উপাচার্যকে। এরপর পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন উপাচার্য দীপক রায়। দীপক রায় জানিয়েছে, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করা হবে। ইভিএম নিউজ