Enforcement Directorate Raid
ব্যুরো নিউজ, ২১ ফেব্রুয়ারি: সাত সকালে ফের সক্রিয় ইডি। সাইবার প্রতারণা চক্রের মূল অভিযুক্তকে ধরতে  শহরজুড়ে চলছে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 
১০০ দিনের কাজের টাকা দিতে রাজ্যের টাস্ক ফোর্স গঠন

কল সেন্টার প্রতারণা চক্রের মূল পাণ্ডা কুণাল গুপ্তাকে ধরতেই ময়দানে নেমেছে ইডির আধিকারিকরা। এর আগে তার নামে লুক আউট সার্কুলারও জারি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, কুণালের বিরুদ্ধে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। তাই কুণালের সূত্র ধরে তার আত্মীয় গৌতম গুপ্তার বাড়িতে পৌঁছেছে ইডি।
Advertisement of Hill 2 Ocean

আজ সকালে বাগুইহাটির দেশবন্ধু নগরে গৌতম গুপ্তের বাড়িতে পৌছায় ইডির অফিসাররা। একদিকে কুণালের আত্মীয় গৌতম গুপ্তার পাশাপাশি বেনিয়াপুকুর থানা এলাকায় তাঁতীবাগান লেনের এক ব্যবসায়ী শোয়েব আলমের বাড়িতে অভিযান চালায় ইডি।


জানা গিয়েছে, ‘M E T’ নামে এক কল সেন্টারের কর্ণধার ছিলেন কুণাল। কুণালের নাগাল পেতে এ দিন কুণালের একাধিক পরিচিতের ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে আধিকারিকরা।  
Enforcement Directorate Raid
প্রসঙ্গত, সল্টলেকের সেক্টর ফাইভে এক ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। তদন্তে নেমে উঠে আসে প্রতারণা চক্রের মাথা কুণাল গুপ্তার নাম। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর