ব্যুরো নিউজ, ১৯ ফেব্রুয়ারি: রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি নিয়ে চুরি। বাড়ি থেকে চুরি গেল তিনটি জেনারেটর।
অভিনব কায়দায় চুরি। চুরি করতে ব্যবহার করা হল নীল আলো ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি। সেই গাড়ি নিয়েই চুরির ঘটনা ঘটলো সল্টলেকে।
সল্টলেকের ইই- ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার। গতকাল তিনি বিধান নগর পূর্ব থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর পুলিশ। তদন্তে নেমে মহেন্দ্রনাথ সরকারের বাড়ির সিসিটিভি ফুটেজ ও আশেপাশের বিভিন্ন জায়গার মোট ৩৭টি জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় নীল আলো, রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িটি। ঘটনায় দু’জনকে গ্রেফতার করে পুলিশ।
উল্টোডাঙার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির চালক তপন রায়কে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্তর খোঁজ পেয়ে গ্রেফতার করে পুলিশ। দত্তপুকুর থেকে বিমল ব্যাপারী নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আটক করা হয় ওই নীল আলো ও রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়িটিকেও। তদন্তে জানা গিয়েছে, ওই গাড়িটি নবান্নে ভাড়ায় দেওয়া হয়। গাড়িটির মালিকের সম্বন্ধেে বিধান নগর থানার পুলিশ। ইভিএম নিউজ