ব্যুরো নিউজ, ১১ ফেব্রুয়ারি: মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়ার কথা ঘোষণা করেছিল আগেই। এবার টোল নেওয়ার ক্ষেত্রেও তা এগোল আরও এক ধাপ।
‘দিল্লি চলো’ ডাক কৃষকদের | ৫০ কোম্পানির পুলিশি পাহারা, বন্ধ ইন্টারনেট
হাইওয়েতে ট্রাফিক জ্যাম কমাতে এই ব্যবস্থা
সম্প্রতি এক পাইলট প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী। জিপিএসের মাধ্যমে টোল নেওয়া হবে টোলপ্লাজায়। জিপিএস নির্ভর এই ব্যবস্থা চালুর কথাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এও জানিয়েছেন এই প্রকল্পটি প্রথমে পাইলট প্রকল্প হিসাবে শুরু করা হবে। পরে তা পুরোদমে দেশজুড়ে চালুর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের।
গোটা দেশজুড়েই জিপিএস নির্ভর টোল ব্যবস্থা আনতে চাইছে মোদী সরকার। বর্তমানে দেশের হাইওয়েতে টোলপ্লাজার যে ব্যবস্থা আছে, তার পরিবর্তে জিপিএস নির্ভর টোল নেওয়ার পদ্ধতি আনার কথা জানিয়েছেন নীতিন গড়কড়ী। এই বছরের মধ্যেই এই ব্যবস্থা আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। এপ্রিল থেকেই নয়া টোলের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ী এ বিষয়ে জানিয়েছেন, হাইওয়েতে ট্রাফিক জ্যাম কমাতেই এই নতুন পদ্ধতি আনা হচ্ছে। সেই সঙ্গে এই পদ্ধতিতে টোল আদায় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।