ব্যুরো নিউজ, ১১ ফেব্রুয়ারি: আটক বাম নেতা নিরাপদ সর্দার। রবিবার সকালে তাকে আটক করে বাঁশদ্রোণী থানার পুলিশ।
সংসদে ‘নমো হ্যাট্রিক’ লেখা জাফরান হুডিতে সকলের মন কাড়লেন অনুরাগ ঠাকুর
রবিবাসরীয় সকালে বাম নেতা নিরাপদ সর্দারের বাড়িতে পৌঁছায় বাঁশদ্রোণী থানার পুলিশ। জানানো হয়, নিরাপদ সর্দারকে তাদের সঙ্গে বাঁশদ্রোণী থানায় যেতে হবে। থানার বড়বাবু ডেকে পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা শিবু হাজরার পোলট্রি ফার্মে ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠেছে নিরাপদ সর্দারে দিকে। এমনকি শিবু হাজরার অভিযোগ পত্রে এক নম্বরে নাম রয়েছে নিরাপদের। নিরাপদ সর্দারের নেতৃত্বেই যাবতীয় হামলা হয়েছে বলে অভিযোগ।
এই বিষয়ে নিরাপদ সর্দারের বক্তব্য, “দিনের পর দিন ওরা (তৃণমূলের শিবু- উত্তমরা) অত্যাচার চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষের ওপর। আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে। টাকা দেয়নি। সেই টাকার দাবিতে মানুষ পথে নেমেছে। আজ সন্দেশখালি তাদের অন্যায়ের প্রতিবাদে নেমেছে। এখন বেকায়দায় পড়ে বাঁচার জন্য সিপিএম-এর নেতাদের নাম জড়াচ্ছে।