ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: ভারত-অস্ট্রেলিয়ার ইতিহাসে বিরল ঘটনা। অস্ট্রেলিয়ার মাটিতে দাড়িয়ে অস্ট্রেলিয়ার সংসদ ভবনে গীতা হাতে চলল শপথ অনুষ্ঠান।
নির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান
ভারতীয় বংশোদ্ভুত অস্ট্রেলিয় সেনেটর ব্যারিস্টার বরুণ ঘোষ মঙ্গলবারই সেনেটর পদে শপথ গ্রহণ করেন। আর তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানেই এই বিরল দৃশ্য দেখল গোটা বিশ্ববাসী। শপথ গ্রহণের সময় তাঁর ডান হাতে পবিত্র ভগবৎ গীতা। আর বাম হাতে শপথবাক্যের কাগজ। অস্ট্রেলিয়ার সংসদ ভবনে হাতে গীতা নিয়ে, গীতাকে সাক্ষী রেখে নিজের নতুন দায়িত্ব পালনের অঙ্গীকার নিলেন বরুণ ঘোষ।
🚨🚨 Varun Ghosh, a lawyer from Western Australia, took an oath on the Bhagavad Gita, marking a historic moment as the first ever Indian-origin Senator in the Australian Parliament. #VarunGhosh #BhagvadGita pic.twitter.com/505iJbTo2l
— The Quotes (@TheQuotesLive) February 6, 2024
সংসদে পশ্চিম অস্ট্রেলিয়া প্রদেশের প্রতিনিধিত্ব করবেন বরুণ ঘোষ। ব্যারিস্টার বরুণ ঘোষকে পার্লামেন্টে স্বাগত জানিয়েছন অস্ট্রেলিয় বিদেশমন্ত্রী পেনি ওয়াং। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে বরুণকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন অস্ট্রেলিয় বিদেশমন্ত্রী, সেই পোস্টে নতুন সেনেটর বরুণ ঘোষকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, বরুণ ঘোষ হলেন প্রথম অস্ট্রেলিয় সেনেটর যিনি ভগবৎ গীতা হাতে শপথ বাক্য পাঠ করেছেন। তাঁর ওপর আস্থা রেখে বিদেশমন্ত্রী ওয়াং লিখেছেন, আপনার হাত দিয়ে কোনও কাজ শুরু হচ্ছে মানে আগামী দিনে তা পশ্চিম অস্ট্রেলিয়ার মানুষের উন্নতি হবে।
মাত্র ১৭ বছর বয়সেই বাবা-মা ভারত থেকে অস্ট্রেলিয়ায় আসেনবরুণ ঘোষ। বরুণ পেশায় আইনজীবী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ায় লেবার পার্টিতে যোগ দেওয়ার পর থেকে। ইভিএম নিউজ