ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: কামারহাটি পুরসভার চিপ ইঞ্জিনিয়ারকে ইডির তলব
কামারহাটি পুরসভার চিপ ইঞ্জিনিয়ার তামাল দত্তকে তলব ইডির। গতকাল ৪ নভেম্বর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তামাল দত্তকে।
বড় ব্যবসায়ীদের এবার টেক্কা দেবে ছোট ব্যবসায়ীরা!
ইতিমধ্যেই তামাল দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। তামাল দত্তর বাগুইহাটির বাড়িতে প্রায় ১৬ ঘণ্টা তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেশকিছু নথি ও মোবাইল বাজেয়াপ্ত করে ইডি। এরপর ফের তলব করা হয় কামারহাটি পুরসভার চিপ ইঞ্জিনিয়ারকে।
জানা যায় বেশ কিছু নথি নিয়ে সল্টলেক সিজিও কমপ্লেক্সে এদিন হাজিরা দেন তিনি। তবে জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাঁকে একাধিক প্রশ্ন করলেও, কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। ইভিএম নিউজ