ব্যুরো নিউজ, ২৫ অক্টোবর: প্রয়াত বরিষ্ঠতম সাংবাদিক ও চিত্রসাংবাদিক

পাঁচ দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন সুধীর কুমার উপাধ্যায়। কলকাতার বরিষ্ঠতম সাংবাদিক ও চিত্রসাংবাদিক ছিলেন তিনি। অধিকাংশের কাছেই তিনি পরিচিত পন্ডিতজী হিসাবে। বলা যায়, তাঁর প্রয়াণ যেনও একটা ইতিহাসের অবসান।
২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু! নিহত প্যালেস্তাইনের ৭০৪ জন
সুধীর উপাধ্যায় ‘সন্মার্গ’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদমহল তাঁকে চিনত ‘গুরুজি’ নামে। খবরের জগতে তাঁর কীর্তি প্রশংসিত হয়েছে বার বার। ‘সন্মার্গ’ পত্রিকা ছেড়ে তিনি অন্য কোথাও যাননি, তাঁকে কাজের জায়গায় কোনওদিনও উত্তেজিত হতে দেখা যায়নি। তিনি সর্বদা অন্যের পাশে দাঁড়িয়েছেন। সবার কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র ।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়িতেই চিকিৎসক আসেন। কিন্তু তাও অবস্থার অবনতি হয়। বড়বাজারে নিজের বাড়িতেই রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

প্রখ্যাত চিত্রসাংবাদিক সুধীর কুমার উপাধ্যায়ের প্রয়াণে শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রবীণতম চিত্রসাংবাদিক ‘সন্মার্গ’ পত্রিকার সুধীর কুমার উপাধ্যায় আর নেই জেনে আমি আন্তরিক দুঃখিত। প্রবীণ সংবাদকর্মী ও আলোকচিত্রী সুধীরদা আমাদের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাঁর প্রয়াণ এক গভীর শূন্যতার সৃষ্টি করল। আমি তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” ইভিএম নিউজ
 
				
 
								 
								 
								 
								
















