ব্যুরো নিউজ, ১৫ ফেব্রুয়ারি: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সামনে মাসেই হতে পারে ভোটের দিনক্ষণ ঘোষণা। তবে তার আগেই ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন। দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী চাইল বাংলা।
পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এদিকে জম্মু ও কাশ্মীরের জন্য মোতায়েন করা হয়েছে ৬৩৫ কোম্পানি বাহিনী। পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
কৃষক আন্দোলনের ঝাঁঝ শুক্রবার ভারত বনধ, রেল রোকো
গতবারের লোকসভা ভোটের থেকে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। তবে এবিষয়ে মুখ খুলেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, ভুরি ভুরি কেন্দ্রীয় বাহিনী এলেও কাজের কাজ কিছুই হবে না। কারন কেন্দ্রীয় বাহিনী এনেই হবে না। তার সঠিক ব্যবহার করতে হবে।
তবে এতো সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মতায়েন করায় বর্তমানে পশ্চিমবঙ্গে সন্ত্রাসজনক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করছে। যেখানে পাক সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলার মতো ঘটনা প্রায় লেগেই থাকে সেই জায়গায় মাত্র ৬৩৫ কোম্পানি বাহিনী। আর পশ্চিমবঙ্গের মতো জায়গায় কাশ্মীরের চেয়ে প্রায় দেড় গুন বেশি কেন্দ্রীয় বাহিনী কেন সেই প্রশ্নও উঠছে। পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতিযে কি রুপ অনায়াসেই সেই আঁচও পাচ্ছে রাজনৈতিক থেকে ওয়াকিবহল মহল। এমনকী অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, ওড়িশার মতো রাজ্যগুলি যেখানে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা নির্বাচন রয়েছে সেরাজ্য গুলিতেও অনেক কম কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কতো কেন্দ্রীয় বাহিনী
১) অন্ধ্রপ্রদেশ: ২৫০ কোম্পানি।
২) অরুণাচল প্রদেশ: ৭৫ কোম্পানি।
৩) অসম: ১৬০ কোম্পানি।
৪) বিহার: ২৯৫ কোম্পানি।
৫) ছত্তিশগড়: ৩৬০ কোম্পানি।
৬) গোয়া: ১২ কোম্পানি।
৭) গুজরাট: ২০০ কোম্পানি।
৮) হরিয়ানা: ৯৫ কোম্পানি।
৯) হিমাচলপ্রদেশ: ৫৫ কোম্পানি।
১০) ঝাড়খণ্ড: ২৫০ কোম্পানি।
১১) কর্ণাটক: ৭০ কোম্পানি।
১২) কেরল: ৬৬ কোম্পানি।
১৩) মধ্যপ্রদেশ: ১১৩ কোম্পানি।
১৪) মহারাষ্ট্র: ১৫০ কোম্পানি।
১৫) মণিপুর: ২০০ কোম্পানি।
১৬) মেঘালয়: ৪৫ কোম্পানি।
১৭) মিজোরাম: ১৫ কোম্পানি।
১৮) নাগাল্যান্ড: ১৮ কোম্পানি।
১৯) ওড়িশা: ২৫০ কোম্পানি।
২০) পঞ্জাব: ২৫০ কোম্পানি।
২১) রাজস্থান: ২০০ কোম্পানি।
২২) সিকিম: ১৭ কোম্পানি।
২৩) তামিলনাড়ু: ২০০ কোম্পানি।
২৪) তেলাঙ্গানা: ১৬০ কোম্পানি।
২৫) ত্রিপুরা: ১০০ কোম্পানি।
২৬) উত্তরপ্রদেশ: ২৫২ কোম্পানি।
২৭) উত্তরাখণ্ড: ৭০ কোম্পানি।
২৮) পশ্চিমবঙ্গ: ৯২০ কোম্পানি।
২৯) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: ৫ কোম্পানি।
৩০) চণ্ডীগড়: ১১ কোম্পানি।
৩১) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ: ১৪ কোম্পানি।
৩২) দিল্লি: ৭০ কোম্পানি।
৩৩) লাক্ষাদ্বীপ: ৩ কোম্পানি।
৩৪) জম্মু ও কাশ্মীর: ৬৩৫ কোম্পানি।
৩৫) পুদুচেরি: ১০ কোম্পানি।
৩৬) লাদাখ: ৫৭ কোম্পানি।
লোকসভা ভোট