আবারও সাত দফায় ভোট পশ্চিমবঙ্গে। বেজায় ক্ষুব্ধ জোড়াফুল শিবির!
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল!
ব্যুরো নিউজ, ১৭ মার্চ, পুস্পিতা বড়াল: এবার প্রায় দেড় মাস ধরে সাত দফায় ভোট হবে বাংলায়। অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের শুরু পর্যন্ত। শনিবার নির্বাচন কমিশন ভোটের এই নির্ঘণ্ট ঘোষণা করার পরেই ক্ষুব্ধ জোড়াফুল শিবির। বাংলার শাসকদলের তরফে অভিযোগ, এই বারও প্রতি বারের মতো বাংলায় সাত দফায় ভোট ঘোষণা করা হল। যেখানে এক কিংবা দু’দফায় দেশের অনেক বড় বড় রাজ্যে ভোট হবে!
এখন থেকে ১৭ বছরে পা দিলেই ভোটার কার্ডের জন্য আগাম আবেদন করা যাবে! জেনে নিন বিস্তারিত:
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে তৃণমূল!
নির্বাচন কমিশন দেশ জুড়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে। তৃণমূলের তরফে একটি সাংবাদিক বৈঠক করা হয় ঘোষণার আধ ঘণ্টার মধ্যেই। তৃণমূল সেই বৈঠকেই বাংলার ভোট নির্ঘণ্ট নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছে।
এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘আমরা বার বার বলেছিলাম, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচন একটি বা দু’টি দফায় হোক। কিন্তু দেখলাম আগের মতোই ৭ দফায় নির্বাচন ঘোষণা করা হল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। যেখানে দেশেরই অনেক বড় বড় রাজ্যে এক বা দু’দফায় ভোট মিটিয়ে দেওয়া হয়েছে।’’
তৃণমূলের তরফে চন্দ্রিমাই ভোট নির্ঘণ্ট নিয়ে শাসকদলের বক্তব্য জানাতে শনিবার হাজির হয়েছিলেন। অপরদিকে, তাঁর সঙ্গে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট বৈঠকে চন্দ্রিমা বলেন, ‘‘২০১৯ সালেও সাত দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। ২০২১ সালের বিধানসভায় ভোট হয়েছিল আট দফায়। কিন্তু সে বার বলা হয়েছিল, কোভিডের জন্য দফা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এ বার তো কোভিড নেই। এ বার তা হলে কী হয়েছে? এ বার কেন সাত দফায় ভোট করানো হল?’’